আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের ছেলে। এমবিএ পাশ করেনি। কেবল ১০ম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছেন। আর তাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কোটিপতি। তাঁরই এক বন্ধু সে কথা শেয়ার করেছেন সমাজমাধ্যমে। তাতে জানা গিয়েছে, গুজরাটের ওই যুবক, নিজের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রেস্তোরাঁ তৈরি করেছিলেন, আর তাতেই কেল্লাফতে। 

 

সুনীল শারদ, ওই যুবকের বন্ধু, সমাজমাধ্যমে তাঁর বন্ধুর হয়ে ওই পোস্ট করেছেন। সুনীল নিজে স্নাতোকত্তর পাশ, কিন্তু তাঁর বন্ধুর কাহিনী শেয়ার করেছেন সমাজমাধ্যমে। লিখেছেন, নিউ জার্সিতে সাক্ষাৎ হয়েছিল এক প্যাটেল বন্ধুর সঙ্গে। তাঁর বয়স এখন ৪০-এর কোঠায়। পড়াশোনা ক্লাস ১০ পর্যন্ত।

 

 শুধু নিজের উদ্যোগ আর উদ্যমের জেরে, নিউ জার্সিতে তিনি সফল রেস্তোরাঁ চালাচ্ছেন। তিনি ওই উদ্যোক্তাকে বলেনও, যে হোটেল-রেস্তোরা ব্যবহার অনেক সময়েই ব্যবসার ক্ষতি হয়। কিন্তু উদ্যোক্তা জানিয়েছেন, তাঁর নিজের পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয়েছিল, ওই জায়গায় রেস্তোরাঁ তৈরিই একমাত্র তাঁকে সফলতা দিতে পারে।

আর সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একই সঙ্গে জানান, অন্তত ৫০টি পরিবার তাঁর রোজকার গ্রাহক। যদি কখনও কেউ খাবার, ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তোলেন, তাহলে সেই অভিযোগ শুনে তিনি আরও ভাল ব্যবস্থা করার চেষ্টা করবেন। নিউইয়র্ক, পেনসিলভেনিয়ায় অনেক গুজরাতি পর্যটক স্বামী নারায়ণ মন্দিরে যাওয়ার সময়, তাঁর রেস্তোরাঁয়  থামেন, এবং সুস্বাদু গুজরাটি খাবার খান।