আজকাল ওয়েবডেস্ক: হ্যারি পটারের ‘হাফ ব্লাড প্রিন্স’ সিনেমার কথা মনে আছে? সেখানেই রন উইসলিকে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন তাঁর প্রেমিকা ল্যাভেন্ডার। হগওয়ার্টসের ছাত্রী ল্যাভেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি কেভ। সেখান থেকেই নাম ছড়িয়ে পড়েছিল তাঁর। তবে সম্প্রতি অন্য এক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। ব্রিটিশ অভিনেত্রী এবার যোগ দিলেন বিখ্যাত অ্যাডাল্ট প্ল্যাটফর্ম অনলিফ্যানসে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি অনলিফ্যানসে ‘ফেটিশ’ ভিডিও শেয়ার করবেন।
কিন্তু এই অ্যাডাল্ট প্ল্যাটফর্মে যোগ দেওয়ার কারণ কী? সেটাও নিজের ভ্লগে ব্যাখ্যা করেছেন কেভ। জানিয়েছেন, বর্তমানে প্রচুর ঋণ রয়েছে তাঁর। সেই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমি এক বছরের জন্য চেষ্টা করব। আমার লক্ষ্য নিজের বাড়িকে নিরাপদ করা, নতুন ছাদ তৈরি করা। আমার লক্ষ্য ঋণমুক্ত হওয়া, আমার লক্ষ্য নিজেকে ভালবাসার জন্য সময় দেওয়া যা আগে আমি কখনও করিনি’। যে চরিত্র তাঁকে বিখ্যাত করেছিল নিজের পোস্টে সেই হ্যারি পটারের প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। অনলিফ্যানসে যোগ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, ‘একটু অন্যরকম হলেও এটা কিছুটা অদ্ভুত একটা কাজের মতো মনে হচ্ছে।
আমি এটা পছন্দ করি। আমাকে মানুষ যে ভাল অভিনেত্রী রূপে চেনেন আমি সেটা থেকে বেরোতে চাই। থাকার যে নিয়ম, তা ছিঁড়ে ফেলতে চাই’। তবে কেভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম যৌনোদ্দীপক ভিডিও তিনি শেয়ার করতে চান না। মূলত, ‘ফেটিশ’ ভিডিও সেখানে শেয়ার করবেন তিনি। উল্লেখ্য, হ্যারি পটারের পাশাপাশি কেভ থিয়েটারেও অভিনয় করেছেন এবং একটি উপন্যাসও লিখেছেন। একাধিক টিভি সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কমেডিয়ান আলফি ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন কেভ। তাঁদের চারটি সন্তানও রয়েছে।
