আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়ঙ্কর জায়গা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘‌ডেঞ্জারাস প্লেস’‌। আর তাই পশ্চিম এশিয়া থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। বুধবার এ কথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‌আমেরিকার সেনা সরানো হচ্ছে। কারণ এটা একটা ভয়ঙ্কর জায়গা হয়ে উঠতে পারে। পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখব। আপাতত সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’‌ 


সংবাদ সংস্থা রয়টার্স বুধবার সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, ইরাকের মার্কিন দূতাবাস থেকে বহু কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রতিবেদনে এ–ও জানানো হয় যে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই পশ্চিম এশিয়ার অন্যান্য জায়গা থেকে সেনা সরানোর পরিকল্পনা করা হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইজরায়েল। সেক্ষেত্রে তার ভয়াবহ অভিঘাত তৈরি হতে পারে গোটা পশ্চিম এশিয়াতেই। সম্ভাব্য সেই ঘটনায় দায় এড়াতেই ট্রাম্প সেনা সরানোর সিদ্ধান্ত নিলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


প্রসঙ্গত, গাজায় ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের জেরে কয়েক বছর ধরেই অস্থিরতা রয়েছে পশ্চিম এশিয়ায়। কোনও দেশের নাম না করে ট্রাম্প বলেন, ‘‌ওদের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না। খুব সহজ বিষয় এটি। আমরা এটা হতে দেব না।’‌ নাম না করলেও ট্রাম্প যে ইরানের কথাই বলছেন তা এতেই স্পষ্ট। 


বুধবার আবার আমেরিকার উপর চাপ বাড়িয়েছে ইরানও। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, ‘পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান আঞ্চলিক (পশ্চিম এশিয়ার) মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে।’ এরপরই ট্রাম্প আংশিকভাবে সেনা সরানোর নির্দেশ দিলেন।