আজকাল ওয়েবডেস্ক:‌ রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতকে ট্রাম্পের হুমকি। মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো পৌঁছনো। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে উড়ে এল প্রশ্ন। রাশিয়ার থেকে ইউরেনিয়াম এবং সার আমদানি করে আমেরিকা?  দু’দেশের বাণিজ্য নিয়ে এই প্রশ্ন উঠতেই কিছু জানেন না বলে দাবি করে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে হবে বলে ঢোক গিলেছেন তিনি।


এটা ঘটনা, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় ভারতের উপর বেশ বিরক্ত হয়েছেন ট্রাম্প। সেই কারণে ভারতীয় পণ্যের উপর আরও আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাব দিয়েছে দিল্লিও। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে দিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি অন্যায্য ও অযৌক্তিক। এর পরই রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গ টেনে আনল দিল্লি। পাল্টা দিল্লির দাবি, রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে আমেরিকা। এমনকি রাশিয়া–ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে দিল্লি।

 

আরও পড়ুন:‌ মানবিক পন্থ, দুঃস্থ ছাত্রীর কলেজ ভর্তির টাকা দিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক


দিল্লির এই দাবির প্রতিক্রিয়ায় ট্রাম্প কি বলেন তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। ট্রাম্প তখন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‌আমি এই সম্পর্কে কিছুই জানি না। বিষয়টি দেখতে হবে।’ এই কথা বলার পরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয় নিয়েও ফের সুর চড়ান ট্রাম্প।


এদিকে, ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকির পরেই মঙ্গলবার রাতে মস্কো পৌঁছেছেন অজিত ডোভাল। তবে ঠিক কী উদ্দেশে তিনি রাশিয়া গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


যা জানা যাচ্ছে, তাতে রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই ডোভালের এই মস্কো সফর। বিভিন্ন সূত্রের খবর, ডোভালের এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারত–রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারতের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্যচুক্তি হওয়ার কথা রয়েছে। কিন্তু দু’পক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি। তার মধ্যেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। জরিমানার অঙ্ক কত, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তারই পাল্টা দেয় দিল্লি। আর তারপরই থতমত হয়ে জবাব দিলেন ট্রাম্প। জানালেন, ‘‌খোঁজ নিয়ে দেখব।’‌