আজকাল ওয়েবডেস্ক: স্কুল, হাসপাতাল এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধাগুলি যেকোনও আধুনিক দেশের পূর্বশর্ত। অকল্পনীয় যে, পৃথিবীতে এমনও দেশ রযেছে যেখানে একটিও হাসপাতাল নেই!

আমরা যে দেশের কথা বলছি তা হল ভ্যাটিকান সিটি। এই দেশ খ্রিস্টধর্মের কেন্দ্রস্থল এবং বিশ্বের সবচেয়ে ছোট দেশ। রোমান ক্যাথলিকদের সবচেয়ে পবিত্র স্থান, ভ্যাটিকান সিটি সীমানার মধ্যে একটিও হাসপাতাল নেই এবং আরও আশ্চর্যজনকভাবে, এই ক্ষুদ্র নগর রাজ্যে প্রায় ৯৬ বছর ধরে কোনও শিশু জন্মগ্রহণ করেনি বলে জানা গিয়েছে।

১৯২৯ সালের  ১১ ফেব্রুয়ারী, ভ্যাটিকান সিটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশ গঠনের পর থেকে একটিও সন্তান জন্মগ্রহণ করেনি।

ভ্যাটিকান সিটি পোপের পাশাপাশি রোমান ক্যাথলিক চার্চের অন্যান্য প্রধান ধর্মীয় নেতৃত্বের বাসস্থান। এই ক্ষদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে একানে হাসপাতাল নির্মাণের জন্য একাধিক অনুরোধ উত্থাপিত হলেও, সেগুলি সবই প্রত্যাখ্যান করা হয়েছিল। সৌভাগ্যবশত, ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের মাঝখানে অবস্থিত এবং যখনই কারও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়, তখনই তাকে ইতালির রাজধানীতে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হয় যে, ভ্যাটিকান সিটিতে কোনও হাসপাতাল না খোলার সিদ্ধান্তটি দেশের ক্ষুদ্র আকার এবং কাছাকাছি উপলব্ধ স্বাস্থ্যসেবা সুবিধার মান বিবেচনা করে নেওয়া হতে পারে। ভ্যাটিকান সিটি মূলত রোম শহরের মধ্যে একটি ক্ষুদ্র ছিটমহল, যা মাত্র ০.৪৯ বর্গ কিলোমিটার (০.১৯ বর্গ মাইল) জুড়ে বিস্তৃত।

ভ্যাটিকান সিটি-র জনসংখ্যা ১০০০ জনেরও কম (সর্বশেষ অনুমান অনুসারে প্রায় ৮৮২), এবং যাদের চিকিৎসার প্রয়োজন হয় তাদের রোমের ক্লিনিক এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই কারণেই স্বাধীনতার পর থেকে ভ্যাটিকান সিটিতে কোনও শিশু জন্মগ্রহণ করেনি, কারণ গর্ভবতী মহিলারা রোমে হাসপাতালগুলিতে সন্তানের জন্ম দেন। 

ভ্যাটিকান সিটি-তে জনসলংখ্যা নেহাত কম হলেও প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। যা এই ক্ষুদ্র রাষ্ট্রে অস্বাভাবিক উচ্চ অপরাধের হারের কারণও। দোকানপাট, পার্স ছিনতাই এবং পকেটমারির মতো ছোটখাটো অপরাধ, প্রায়শই বিদেশি মারফৎ হয়ে থাকে। 

ভ্যাটিকান সিটিতে রয়েছে মাত্র একটি রেলওয়ে স্টেশন। সিত্তা ভ্যাটিকানো স্টেশন, যা ভ্যাটিকান সিটি রেলওয়ে স্টেশন নামেও পরিচিত, এই ক্ষুদ্র দেশের একমাত্র রেলওয়ে স্টেশন। পোপ পিয়াস একাদশের রাজত্বকালে ১৯৩৩ সালে নির্মিত, সিত্তা ভ্যাটিকানো স্টেশনে দু'টি রেলওয়ে ট্র্যাক রয়েছে, প্রতিটির দৈর্ঘ্য ৩০০ মিটার।

ভ্যাটিকান সিটিতে নিয়মিত ট্রেন চলাচল করে না বলে স্টেশনটি মূলত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়।