আজকাল ওয়েবডেস্ক: মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন। দু, এক লক্ষ টাকা নয়। মাসিক ১৬ লক্ষ টাকা উপার্জন করছে ১৭ বছর বয়সি এক কিশোর। কিশোর বয়সেই সে লাখপতি। ইতিমধ্যেই পরিবারের দায়দায়িত্ব সামলাচ্ছে। যা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন পরিবারের সদস্যরাও। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৭ বছর বয়সি লাখপতি কিশোর সিলেন ম্যাকডোনাল্ড ব্রিটেনের বাসিন্দা। ডিজিটাল মার্কেটিংয়ের পথে হেঁটেই আজ সে মাসিক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। বড়দিনে সিলেনকে তার মা একটি উপহার দিয়েছিলেন। তাতেই ভর্তি ছিল বিভিন্ন ধরনের স্টিকার। মায়ের সেই উপহার তাকে ব্যবসার আইডিয়া দেয়। এরপর স্টিকার বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে সিলেন। 

দু'বছর আগে সিলেনের মা বড়দিনে আরও কিছু উপহার দিয়েছিলেন। বাক্সে স্টিকার ছাড়াও ছিল প্রিন্টিং মেশিন, ডিজিটাল ড্রয়িংয়ের একগুচ্ছ জিনিসপত্র। জিনিসগুলো দিয়েই স্টিকার বানাতে শুরু করে সিলেন। সমাজ মাধ্যমে সেগুলো শেয়ার করতেই বিপুল সাড়া মেলে তার। অনেকেই কাস্টোমাইজ স্টিকার বানানোর আবেদন করেন। 

২০২৪ সালের শুরু থেকেই প্রতি মাসেই অন্ততপক্ষে ২০০ বাক্স পার্সেল পাঠায় সে। তাতে প্রচুর স্টিকার থাকে। যেগুলো বিক্রি করে প্রতি মাসে ১৬ লক্ষ টাকা উপার্জন করছে সে। স্কুলের পর তিন ঘণ্টা পরিশ্রম করেই লাখপতি হয়েছে সিলেন।