আজকাল ওয়েবডেস্ক: রোজ অফিসে পাঁচ মিনিট আগে ঢুকতে হবে‌। না এলেই চরম শাস্তি পেতে হবে। এমনকী চাকরি থেকে বরখাস্ত করা হতেও পারে। সরকারি দপ্তরে কড়া বসের দাবি মানতে গিয়ে হিমশিম খেয়েছিলেন কর্মী। সেই দাবি মেনেই তিন বছর পর লাখপতি হলেন তাঁরা। কীভাবে সম্ভব হল? 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জাপানে। একাধিক শহরে সরকারি কর্মীদের অফিসে আগেভাগে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সাড়ে আটটায় শিফট শুরুর কথা থাকলেও, তাঁদের ৮টা বেজে ২৫ মিনিটে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেরি হলেই বড়সড় শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয় তাঁদের। 

জানা গেছে, সেসময় মেয়র পদে ছিলেন হিডিও কোজিমা। ২০২১ সালের মার্চ থেকে শতাধিক সরকারি কর্মীকে পাঁচ মিনিট আগে অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। তিনি পদত্যাগ করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। এরপরই ওভারটাইম কাজের জন্য বাড়তি বেতনের দাবি তোলেন কর্মীরা। বিষয়টি ঘিরে মামলা দায়ের করেন। 

জাপান ফেয়ার ট্রেড কমিশনেও অভিযোগ জানান ওই সরকারি কর্মীরা। তিনবছর টানা অতিরিক্ত পাঁচ মিনিট কাজের জন্য বাড়তি বেতনের দাবি জানান। শুনানিতে তাঁদের পক্ষেই রায় দান হয়। অবশেষে সরকারকে ভুক্তভোগী ওই কর্মীদের ৫৯ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।