আজকাল ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়াতে একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিস্ফোরণ। শনিবার এই ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫ জন। এফবিআই এই ঘটনাকে সন্ত্রাস হামলা বলে মনে করছে। এফবিআই সহকারি ডিরেক্টর জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগ থাকতে পারে। তবে যারা এর সঙ্গে যুক্ত থাকবে তারা পার পাবে না। তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।


স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। যে ব্যক্তি সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি ঘটনাস্থলেই মারা যান। কোন ধরণের বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা তদন্ত করে দেখছে এফবিআই। 


বিস্ফোরণের পরই সেখানে কালো ধোঁয়াতে ঢেকে যায়। এরপর দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের জেরে স্বাস্থ্যকেন্দ্রের খানিকটা ক্ষতি হয়েছে। তবে সেখানকার কর্মীদের কোনও ক্ষতি হয়নি। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, যে সময় বিস্ফোরণটি ঘটে তখন সেখানে কোনও রোগী ছিল না। যদি থাকত তাহলে আরও বড় ক্ষতির সম্ভাবনা ছিল।

?ref_src=twsrc%5Etfw">May 17, 2025

 


তবে বিস্ফোরণের জেরে স্বাস্থ্যকেন্দ্রের বাড়ির ছাদ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বাড়িটির জানলা এবং দরজা। পাশে থাকা একটি হোটেলে কাজ করা এক ব্যক্তি জানিয়েছেন বিস্ফোরণের জেরে হঠাৎ করে গোটা এলাকা কেঁপে ওঠে। তারা দ্রুত সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। যেন মনে হচ্ছিল সেখানে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। 


অন্য আরেক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর তারা প্লাস্টিক এবং রবারের গন্ধ পেয়েছেন। হঠাৎ করে রাস্তার ধারে থাকা একটি বাড়ি এভাবে উড়ে যাওয়াতে তারা ভয় পেয়ে যান। স্বাস্থ্যকেন্দ্রের ধারে থাকা একটি গাড়ি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।


যেভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটে তাতে মনে করা হচ্ছে কোনও উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু ঘটে। পাশাপাশি ধারেকাছে থাকা আরও ৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।