আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’-কে সংগ্রহশালায় পরিণত করার সিদ্ধান্ত নিল সরকার। সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনার দেশে পালিয়ে যাওয়ার এক বছরের মাথায় এই সিদ্ধান্ত নিল মুহম্মদ ইউনূস সরকার। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস জানিয়েছেন, হাসিনার বাসভবনকে জাদুঘরে রূপান্তর “তাঁর দুঃশাসনের স্মৃতি এবং তাঁকে ক্ষমতাচ্যুত করার সময় জনগণের ক্রোধের স্মৃতি বহন করবে”।
২৭ বছর বয়সী সমাজকর্মী এবং চিত্রগ্রাহক মুশফিকুর রহমন জোহান এএফপি-কে বলেন, “এই ভবনটি অতীতের যন্ত্রণা এবং বেদনার স্মৃতি বহন করবে। গণভবন ফ্যাসিবাদের প্রতীক, স্বৈরাচারী শাসনের প্রতীক”।
সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সংগ্রহশালাটি ২০২৪ সালের আন্দোলনের সময় নিহত বিক্ষোভকারীদের উপর আলোকপাত করবে। রাষ্ট্রপুঞ্জের মতে, বাংলাদেশের আন্দোলনে ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছিলেন।
কড়া নিরাপত্তায় মোড়া শেখ হাসিনার বাসভবন গণভবন গত বছর বাংলাদেশী ছাত্র বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে ছিল। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় পতাকাবাহী জনতা সরকারি বাসভবনের ছাদে উঠে যাওয়ার ছবিগুলি আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে রয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ভাইরাল হয়। আন্দোলনকারী তথা বিক্ষোভকারীদের বাসভবনে ঢুকে প্রধানমন্ত্রীর সম্পদ উপভোগ করতে দেখা গিয়েছিল।
হাসিনা ঢাকা থেকে পালিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যএই উন্মত্ত জনতা তাঁর সরকারি বাসভবন লুট করে। শাড়ি, সাজসজ্জার জিনিসপত্র, ঘড়ি, সোফা, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, টেলিভিশন সেট, এমনকি রান্নাঘরের মাছও লুট করে নিয়ে যায় তাঁরা।

হাসিনা সরকারকে উৎখাতকারী বিক্ষোভের এক বছর পূর্ণ হওয়ার পরেও, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গণহারে আটক এবং তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এখনও আলোচনায় রয়েছেন।
৭৭ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে জুলাইয়ের বিদ্রোহ এবং প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ১৫ বছরের মেয়াদে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। তবে, হাসিনা আদালতের আদেশ এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অমান্য করেছিলেন। যা পরে স্বীকার করেছিল রাষ্ট্রপুঞ্জও।
মে মাসে আওয়ামী লিগের কার্যকলাপ বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। গত জুলাই মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ'মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আওয়ামী লিগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লিগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হওয়ার পর মামলা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে আমূল বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কোটা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় ওপার বাংলা উত্তাল থাকার পর, আগস্টে প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী, মুজিব কন্যা শেখ হাসিনা। হাসিনা বাংলাদেশ ছাড়ার অব্যবহিত পরেই দায়িত্ব নেয় সেনা। তারপরেই গঠন হয় বাংলাদেশের অন্তবর্তী সরকার। অন্তবর্তী সরকারের একাধিক সিদ্ধান্তেও গত কয়েকমাসে বারে বারে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে ওপার বাংলায়।
