আজকাল ওয়েবডেস্ক :   মানুষের দেহে রোগ তৈরি করে নানা ধরণের ব্যাকটেরিয়া। দ্রুত বংশবৃদ্ধি করে তারা দেহে নানা ধরণের ক্ষতি করে। তবে এবার ব্যাকটেরিয়া নিয়ে নতুন তথ্য সামনে এল। আমেরিকার এক গবেষক মনে করছেন দেহে ব্যাকটেরিয়া যদি তৈরি হতে পারে তাহলে তাকে সেখানে ধবংস করা যেতেও পারে। 

 


আসলে দেহে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন সেখান থেকে অন্য ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে থাকে। একে বলা হল ব্যাকটেরিয়ার ভালোবাসা। একে অপরের প্রতি এই টানের ফলে তারা দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। যেমন প্রতিটি প্রাণী তাদের বংশবৃদ্ধি করতে যৌন জীবন যাপন করে থাকে ঠিক তেমনভাবে ব্যাকটেরিয়া যাদের কোনও চিন্তাশক্তি থাকে না তারাও বিপরীত ব্যাকটেরিয়ার সঙ্গে মিলন ঘটায়। ফলে সেখান থেকে সেই ব্যাকটেরিয়ার সঙ্গে তাদের মিলন ঘটে। এরপর তারা অতি দ্রুত তার সঙ্গে মিলে নিজের বংশবিস্তার করে থাকে।


আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি গবেষণা সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে ব্যাকটেরিয়া যদি এই বংশগতি বাড়াতে না পারে তাহলে তারা রোগ ছড়াতে পারবে না। পাশাপাশি তাদের টার্গেট হল একটি দেহ থেকে অন্য দেহে নিজেদের ছড়িয়ে দেওয়া। যদি পুরোনো দেহ নষ্ট হয়ে যায় তাহলে তারাও তার সঙ্গে নষ্ট হয়ে যায়। তবে সেই পথে তারা না গিয়ে বিপরীত পথে যায়। দেহ নষ্ট হওয়ার আগেই তারা অন্য দেহে গিয়ে নিজেদের বংশবিস্তার করে থাকে। 


ব্যাকটেরিয়া তৈরি হয় নানা ধরণের পচা খাবার থেকে। যদি কেউ স্বাস্থ্যকর খাবার না খান তাহলে তার দেহে অতি সহজে ব্যাকটেরিয়া বাসা তৈরি করে থাকে। নতুন দেহ পেলেই তারা আগে সেই দেহের প্রতিরোধ ক্ষমতাকে শেষ করার কাজ করতে থাকে। এই কাজে তাদের গতি আনার জন্য তারা অন্য ব্যাকটেরিয়ার সঙ্গে মিলন ঘটাতে শুরু করে। ফলে সেখান থেকে তারা দ্রুত বংশবৃদ্ধি করে। সেখান থেকে যদি সেই দেহে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে তাকে কাবু করতে বেশি সময় লাগে না।