আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139-কে মাঝপথে ফিরিয়ে আনা হয় আবু ধাবিতে। ফ্লাইটটি তখন জর্ডনের আকাশসীমায় ছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “৪ মে দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139-কে একটি ‘ঘটনার’ কারণে আবু ধাবিতে ডাইভার্ট করা হয়। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৬ মে পর্যন্ত তেল আবিবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।”

হামলার সময় তেল আবিব বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। রকেটটি টার্মিনাল ৩-এর পার্কিং লটের পাশে একটি সড়কের কাছে আঘাত হানে, যার ফলে বড় আকারের একটি গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলি পুলিশ কর্মকর্তা ইয়াইর হেতজরনি। চারজন আহত এবং আরও দুইজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধার কর্মীরা।

ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, “যে আমাদের ক্ষতি করবে, তাকে সাতগুণ মূল্য চোকাতে হবে।” স্থানীয় রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবারই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।

হামলার প্রেক্ষিতে শুধু এয়ার ইন্ডিয়া নয়, TUS এয়ারওয়েজ ও লুফথানসার ফ্লাইট বাতিল হয়েছে এবং JFK ও নিউ ইয়র্ক-সহ বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট প্রায় ৯০ মিনিট দেরি হয়েছে।

ঘটনাটি ইজরায়েল-গাজা সংঘাতের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।