আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চীন, লন্ডন এবং বাংলাদেশের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাই পরিস্থিতির কথা বিবেচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। মঙ্গলবারই এয়ার অ্যাম্বুলান্স পৌঁছবে ঢাকায়। সেই এয়ার অ্যাম্বুলান্সেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে। 

tbsnews.net এর প্রতিবেদন অনুসারে, এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই তাঁকে এয়ার লিফ্ট করা হবে। 

নিউজ পোর্টাল bdnews24.com জানিয়েছে, বাংলাদেশ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল আট'টায় এয়ার অ্যাম্বুলান্সটির অবতরণ স্লট বরাদ্দ করা হয়েছে, ওই দিনই রাত নয়'টায় সেটি ছাড়বে। ৭ ডিসেম্বরই এই এয়ার অ্যাম্বুলান্সের জন্য ছাড়পত্রের আবেদন করা হয়েছিল। কাতার সরকার জার্মানি-ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের থেকে এয়ার অ্যাম্বুলান্সটি ভাড়া করেছে।

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদাকে নিয়ে কাতারের সরবরাহ করা এয়ার অ্যাম্বুলান্সটির শুক্রবার ভোরেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পরে বিএনপি জানিয়েছে যে- কারিগরি সমস্যার কারণে অ্যাম্বুলান্সটির আগমন বিলম্বিত হয়েছে। রবিবারও রওনা হওয়ার সংশোধিত পরিকল্পনা স্থগিত করা হয়, কারণ ৮০ বছরের নেত্রীর শারীরিক অবস্থা অনেকটা দূরে যাওয়ার ঝুঁকি নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়। বিএনপির নীতিনির্ধারণ কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

খালেদার চিকিৎসায় কোনও রকম ত্রুটি রাখতে চাইছে না বিএনপি। সেই কারণে খালেদাকে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। চলতি বছর জানুয়ারিতেই খালেদা চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।

ঢাকার কাতার দূতাবাস জানিয়েছে যে, খালেদার জন্য যে এয়ার অ্যাম্বুলান্সটি পাঠানো হচ্ছে সেটি একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল-৬০ সিরিজ) জেট, ভেন্টিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অক্সিজেন সিস্টেম-সহ সম্পূর্ণ ক্রিটিক্যাল-কেয়ার সরঞ্জাম দিয়ে সজ্জিত এবং এতে চিকিৎসক, নার্স এবং বিমানের নিবিড় পরিচর্যায় প্রশিক্ষিত প্যারামেডিকরা সবসময় তৎপর থাকেন।