আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করছে মানুষ। প্রতিদিনই বদলে যাচ্ছে আবহাওয়া। তাই চিরাচরিত শক্তির থেকে দূরে সরে গিয়ে এবার অচিরাচরিত শক্তিকে কাজে লাগাতে চাইছে সকলে। ফিলিপিন্স এমন একটি দেশ যেখানে সবুজ বিপ্লব ফের নতুন করে ঘটতে চলেছে। তারা সোলার প্যানেল পার্ক তৈরি করে ফেলল।
এটি বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সোলার প্যানেল পার্ক। এর নাম দেওয়া হয়েছে টেরা সোলার পার্ক। লুজিয়ন দ্বীপে এটি তৈরি করা হয়েছে মানিলা থেকে মাত্র ৬২ মাইল দূরে রয়েছে এই সোলার পার্ক। ৩৫০০ হেক্টর জমিতে তৈরি করা হয়েছে এই সোলার পার্ক। এখানে বসানো হয়েছে ৫ মিলিয়ন ফটোভোলাটিক প্যানেল। এখান থেকে ৩৪০০ থেকে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে। এখানে বসানো হয়েছে ৪ হাজার মেগাওয়াটের একটি ব্যাটারি সিস্টেম যেখানে এই সমস্ত বিদ্যুৎ সঞ্চয় করা থাকবে।
মনে করা হচ্ছে এখান থেকে বছরে ৫ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এরফলে ফিলিপিন্সের মোট বিদ্যুতের চাহিদার অনেকটাই মেটানো যাবে। ২.৪ মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ফলে এই এলাকায় কার্বনের উপস্থিতি অনেকটাই কমানো যাবে। ২০২৬ সালের মধ্যে এই সোলার পার্কের প্রথম দফার কাজ শেষ হয়ে যাবে। দ্বিতীয় দফার কাজ শেষ করা হবে ২০২৭ সালের মধ্যে।
এটি শুরু হলে ভারত এবং চিনকে টেক্কা দেবে ফিলিপিন্স। এই ধরণের সোলার পার্ক যদি বিশ্বের অন্য দেশে তৈরি হয়ে যায় তাহলে পৃথিবীর পরিবেশ অনেকটাই স্থিতিশীল হতে পারবে। যে বিশ্ব উষ্ণায়ন বর্তমানে পৃথিবীকে চোখ রাঙাচ্ছে সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ করা যাবে বলেই মনে করছেন পরিবেশবিদরা।
