আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১১৪ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিশেষ করে খান ইউনুস শহরে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে রাতভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৫৬ জন।

জাবালিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজ ঘরে হামলায় নিহত হয়েছেন ১৩ জন। হাসপাতালগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে—নাসের হাসপাতালের মর্গে লাশ রাখার জায়গা না থাকায় করিডোরেও মরদেহ রাখা হচ্ছে।

এদিকে, মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে “ফ্রিডম জোন” হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র গাজাকে একটি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারে। আমি চাই যুক্তরাষ্ট্র এটি দায়িত্বে নিক।”

তবে হামাস নেতৃবৃন্দ ট্রাম্পের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সিনিয়র নেতা বাসেম নাইম বলেন, “গাজা কোনো বেচাকেনার সম্পত্তি নয়—এটি প্যালেস্তাইনের অবিচ্ছেদ্য অংশ।”

গত ৪৮ ঘণ্টায় হিংসা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। নিহতদের মধ্যে অন্তত ৩৬ জন শিশু বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “পুরো পরিবারগুলো যেন নাগরিক তালিকা থেকেই মুছে যাচ্ছে।”