আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে সান্তা ক্লজের জামা পরে খাবার ডেলিভারি করার নির্দেশ দিয়েছিল জোম্যাটো। সেই অনুযায়ী, ডেলিভারি এজেন্টরা সারাদিন ওই বেশেই খাবার সরববরাহ করেছিলেন। কিন্তু ইনদোরে ঘটল অন্য ঘটনা। সান্তার ক্লজের জামা পরে কেন খাবার সরবরাহ করছেন এই প্রশ্নে হেনস্থা করা হল এক যুবককে। এমনকি ওই যুবকে জামাটি খুলতে বাধ্যও করা হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জোম্যাটোর ওই ডেলিভারি এজেন্টকে একজন প্রশ্ন করছেন, কেন উনি সান্তা ক্লজের জামা পরে রয়েছেন কেন? উত্তরে ওই যুবক জানান, সংস্থার পক্ষ থেকেই তাঁকে ওই পোশাক দেওয়া হয়েছে। এর পরেই ক্যামেরার পিছনে থাকা ব্যক্তির প্রশ্ন, তাহলে হিন্দুদের উৎসবে সেভাবে সাজেন না কেন? রামনবমীতে গেরুয়া পোশাক পরে খাবার সরাবরাহ করেন না কেন?

?ref_src=twsrc%5Etfw">December 25, 2024

এর পরেই ওই ব্যক্তি ডেলিভারি এজেন্টকে সান্তার পোশাক খুলে ফেলার নির্দেশ দেন। ওই এজেন্ট বহু বার বোঝানোর চেষ্টা করলেও কোনও কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। উল্টে তাঁর বক্তব্য, এই ধরণের লোকেরাই হিন্দু উৎসব পালন করেন না। খ্রিস্টান এবং ইসলাম ধর্মের উৎসব উৎসাহের সঙ্গে পালন করেন।

ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। স্থানীয় সূত্রে খবর, সুমিত হরদিয়া নামের ওই ব্যক্তি হিন্দু জাগরণ মঞ্চের সদস্য।  জোম্যাটের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সংস্থাকে। ইনদোরের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।