আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। নিয়মিত মদ্যপানে আরও ঝক্কি বাড়ে। একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়। আধুনিক যুগে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা পাল্লা দিয়ে বাড়ছে। এমনকী কয়েকটি এলাকায় মদ্যপানে ছেলেদের টেক্কা দেন মেয়েরা।
জানেন কি, ভারতের কোন রাজ্যে মেয়েদের মদ্যপানের হার সবচেয়ে বেশি? বিশেষত কমবয়সি, কিশোরী, তরুণীদের মধ্যেও মদ্যপানের প্রবণতা বেশি এই রাজ্যে। সম্প্রতি ইউনিয়ন মিনিস্ট্রি অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই প্রশ্নের উত্তর দিয়েছে। টানা কয়েক বছরে সমীক্ষা করে পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে তারা।
সমীক্ষায় জানা গেছে, ভারতের মধ্যে উত্তর পূর্বের রাজ্য অসমে মেয়েদের মদ্যপানের হার সবচেয়ে বেশি। গোটা দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মদ্যপানের হার ১.২ শতাংশ। সেখানে শুধুমাত্র অসমেই ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মদ্যপানের হার কয়েকগুণ বেশি। এই রাজ্যে মহিলাদের মদ্যপানের হার ১৬.৫ শতাংশ।
মহিলাদের মদ্যপানের হারে দ্বিতীয় স্থানে কোন রাজ্য? সমীক্ষায় জানা গেছে, তালিকায় অসমের পরেই রয়েছে মেঘালয়। অসমের তুলনায় কম হলেও, দেশের তুলনায় গড়ে কয়েকগুণ বেশি। মেঘালয়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৮.৭ শতাংশ। যা অসমের তুলনায় বেশ খানিকটা কম।
তৃতীয় স্থানে কোন রাজ্য? সমীক্ষা অনুযায়ী, অসম, মেঘালয়ের পরেই রয়েছে অরুণাচল প্রদেশ। যদিও গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে অরুণাচল প্রদেশে মদ্যপানের হার বেশ খানিকটা কমে গিয়েছে। অরুণাচল প্রদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৩.৩ শতাংশ। মহিলাদের মদ্যপানের প্রবণতা কমলেও, পুরুষদের নিয়মিত মদ খাওয়ার অভ্যাস বাড়ছে অরুণাচল প্রদেশে। গত কয়েক বছরে এই রাজ্যে পুরুষদের মদ্যপানের হার আরও বেড়েছে। পরিসংখ্যান বলছে, অরুণাচল প্রদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের মধ্যে মদ্যপানের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশ।
তালিকায় এরপরই রয়েছে সিকিম ও ছত্তিশগড়। সিকিমে এই বয়সের মধ্যে মহিলাদের মদ্যপানের হার ০.৩ শতাংশ এবং ছত্তিশগড়ে সেই হার ০.২ শতাংশ। কয়েকটি রাজ্যে আবার মহিলাদের মদ্যপানের হার হু হু করে কমেছে। সেই তালিকায় রয়েছে ঝাড়খণ্ড ও ত্রিপুরা।
সমীক্ষা অনুযায়ী, এর আগে ঝাড়খণ্ডে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ছিল ৯.৯ শতাংশ এবং ত্রিপুরায় ছিল ৯.৬ শতাংশ। এই দুই রাজ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে মহিলাদের মদ্যপানের প্রবণতা। বর্তমানে ঝাড়খণ্ডে মহিলাদের মদ্যপানের হার ০.৩ শতাংশ এবং ত্রিপুরায় আরও কমে ০.৮ শতাংশ।
সমীক্ষায় আরও একটি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। একাধিক বড় শহরে মহিলাদের মদ্যপানের হার ক্রমেই নিম্নমুখী। মেট্রোপলিটন শহরগুলিতে বিশেষত এই প্রবণতা বেশি থাকে। যেমন, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক। এই শহরগুলিতে বেসরকারি প্রতিষ্ঠানের ছড়াছড়ি। কর্মীর সংখ্যাও বহু। তা সত্ত্বেও এই রাজ্যগুলিতে মদ্যপানের হার কমছে। তালিকায় উত্তর পূর্বের রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে এই মেট্রোপলিটন শহরগুলি। যা ইতিবাচক বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা। মদ্যপানের হার কমানোর জন্য একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নারী, পুরুষ নির্বিশেষে কোভিডের পর সকলেই স্বাস্থ্য সচেতন। সেই কারণেই মদ্যপানের প্রবৃত্তি কমছে বলেই ধারণা অনেকের।
