আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক আবাসনের নিরাপত্তাকর্মীকে এক মহিলার বারংবার চড় মারার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। সেই ভিডিওই এখন সমাজমাধ্যমে ভাইরাল। যা দেখে নেটিজেনদের মন্তব্যের বন্যা বইছে। 

?ref_src=twsrc%5Etfw">October 21, 2025

 

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই মহিলা প্রথমে আবাসন ভবনের ভিতরেই নিরাপত্তাকর্মীর কলার চেপে ধরেন এবং তাঁকে সপাটে চড় মারতে থাকেন। এর পর তাঁকে টানতে টানতে ভবনের বাইরে নিয়ে এসেও চলে বেধড়ক মারধর।

আক্রান্ত ওই নিরাপত্তাকর্মীর নাম রাজকুমার যাদব। তিনি জানিয়েছেন, গত এক মাস ধরে তিনি গ্রেটার নয়ডার সেক্টর ২৫-এর ‘প্রেসিথাম সোসাইটি’র ৭ নম্বর টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় তিনি যথারীতি কর্তব্যরত ছিলেন। সেই সময়েই আবাসনের বাসিন্দা অঞ্জু শর্মা নামে ওই মহিলা আচমকা সেখানে হাজির হন এবং কোনওরকম প্ররোচনা ছাড়াই তাঁর উপর চড়াও হন।

রাজকুমারের কথায়, "কয়েক জন বাসিন্দা আমাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ওই মহিলা তাঁদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন।"

আরও পড়ুন: পোষাক খুলতে বাধ্য করা হয়, সঙ্গে কুপ্রস্তাবও! ক্লিনিকে চিকিৎসা করাতে এসে চিকিৎসকের বিরুদ্ধে যুবতী যা বললেন, সত্য ফাঁস হতেই হুলুস্থুল 

খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা রাজকুমার একটি নিরাপত্তা সংস্থার কর্মী। এই ঘটনার পর তিনি আবাসনের অন্য কয়েক জন বাসিন্দাকে সঙ্গে নিয়ে সোজা দাঁকোর থানায় যান। সেখানে অভিযুক্তা অঞ্জু শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

দাঁকোর থানার ইন-চার্জ মুনেন্দ্র সিংহ জানিয়েছেন, ওই নিরাপত্তাকর্মীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।