আজকাল ওয়েবডেস্ক: ঋষিকেশের সুবিখ্যাত লক্ষণ ঝুলার সৌন্দর্যের গুণে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন গঙ্গার পাড়ে। তারই কাছে স্নানের পোশাক বা সুইম স্যুট পরে গঙ্গায় পুণ্যস্নান করলেন এক বিদেশি পর্যটক। আর সেই ভিডিও ভাইরাল হতেই কার্যত দু’ভাগ নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ক্লিপটি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক- ব্যক্তি স্বাধীনতা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমারেখা ঠিক কোথায় টানা উচিত? তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
Maa Ganga is a sacred river, not a beach or a swimming pool. Show respect wear decent attire, not a bikini. pic.twitter.com/KUbyVhw0u3
— Hindutva Vigilant (@VigilntHindutva)Tweet by @VigilntHindutva
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, ওই মহিলা গঙ্গা নদীর তীরে বিকিনি পরে দাঁড়িয়ে আছেন, গলায় ফুলের মালা। তিনি হাত জোড় করে প্রণাম করছেন, দেখে মনে হচ্ছে শ্রদ্ধা নিবেদন করছেন। মালাটি জলে অর্পণ করার পর তিনি নদীতে ডুব দেন এবং সাঁতার কাটতে শুরু করেন। নেটিজেনদের একটি বড় অংশের কাছে তাঁর এই আচরণ নিরীহ বলেই মনে হয়েছে। কিন্তু আপত্তি তুলেছে শাসক দলের ঘনিষ্ঠ ট্রোল আর্মি। বিদেশিনী স্নানের পোশাক পরে গঙ্গায় স্নান করায় মা গঙ্গার পবিত্রতা ভঙ্গ হয়েছে বলে দাবি তাঁদের। পাশাপাশি একে অবমাননাকর বলেও সমালোচনা করেছে হিন্দুত্ববাদী কিছু এক্স হ্যান্ডেল।
অন্য পক্ষ অবশ্য ওই পর্যটকের পক্ষেই সওয়াল করেছেন। তাঁদের মতে, মহিলার উদ্দেশ্যে কোনও ভুল ছিল না। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "ডুব দেওয়ার সময় মেয়েটির উদ্দেশ্য তো খারাপ ছিল না।" আরেকজন এই প্রসঙ্গে দ্বিচারিতার অভিযোগ তুলে বলেছেন, "পুরুষেরা জাঙ্গিয়া পরে স্নান করলে সেটা কি অবমাননা নয়?"
অন্য একজন লিখেছেন, "ওঁকে ঘৃণা করবেন না। আমার মনে হয়, তিনি হয়তো অতশত ভাবেননি।"
ডানপন্থি ট্রোলদের একাংশ এই ঘটনার তীব্র সমালোচনা করে দাবি করেছেন, এই ধরনের আচরণ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাঁদের মতে, এটি ধর্মীয় ভাবাবেগের প্রতি চূড়ান্ত সংবেদনহীনতার পরিচয়। এক ব্যবহারকারী লিখেছেন, "নিজেদের ধর্মনিরপেক্ষ এবং মুক্তমনা দেখানোর জন্য এই লোকেরা যে কোনও কিছুকেই সমর্থন করতে পারে। যে নিজের প্রাথমিক সাংস্কৃতিক রীতিনীতিকে সমর্থন করতে পারে না, পশ্চিমী সংস্কৃতিকেই তার বড় বলে মনে হয়।"
অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, "আমি ভাবছি, লোকেরা ওঁদের আটকাল না কেন? কোনও ভারতীয় মহিলা এমনটা করলে এতক্ষণে মামলা হয়ে যেত, কিন্তু বিদেশিরা করলে কিছুই হয় না।"
এই বিতর্কের মাঝে এক ব্যক্তি অবশ্য রসিকতার আশ্রয় নিয়েছেন। তাঁর মন্তব্য, "সমস্যাটা বোধহয় সেই সব কাকুর হচ্ছে, যাঁরা লাক্স কোজি-র জাঙ্গিয়া পরে স্নান সারেন।"
