আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। আগামিকালই শেষদিন। এবারের বিরল যোগের কুম্ভমেলায় পুণ্যার্থীরা নানাপ্রান্ত থেকে এসেছেন। পুণ্যলাভের আশায় রোজ  লাখে লাখে মানুষ ডুব দিয়েছেন ত্রিবেনী সঙ্গমে। আর যারা বাধা বিপত্তি পেরিয়ে মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারলেন না, তাঁদের মধ্যে অনেকেই পুণ্যস্নান সারতে বার করলেন আভিনব উপায়। সেই উপায়গুলো আবার সমাজ মাধ্যমে ভাইরালও । পুণ্যস্নান সারার এই আভিনব উপায়গুলো নজর কেড়েছে সকলের।
 
 এর আগে দেখা গিয়েছে, স্নানে-ইচ্ছুকদের ছবি ডুবিয়ে ব্যাবসা করেছেন এক ব্যাক্তি। কিন্তু এবার যে ভিডিও সমাজমাধ্যামে ভাইরাল হয়েছে তা আরও মারাকত্মক। ভিডিও দেখা মাত্রই নেটিজেনদের চোখ কপালে উঠেছে ।
 
 স্বামী আসতে পারেনি মহাকুম্ভে । তবুও নাছড়বান্দা স্ত্রী স্বামীকে স্নান করাতে মরিয়া। যে কোনও মূল্যেই তিনি তাঁর স্বামীকে স্নান করাবেনই । তাই দামি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কথা এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, মহিলা জলে নেমে স্বামীকে ভিডিও কলে রেখেই মোবাইল ডুবিয়ে নিলেন। এতেই স্বামীকে  পুণ্যস্নান করানোর ইচ্ছা পূরণ হল স্ত্রীয়ের ।
 
 এরপর ভিডিওটি সমাজমাধ্যেমে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে । ভিডিওতে মিশ্র কমেন্ট এসেছে। মজার মজার কমেন্টসে ভরিয়ে দিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেরই মহিলার বুদ্ধি দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। একজন তো  আবার লিখেই ফেলছেন, ফোনটি যদি ডুবে যেত , তাহলে তো স্বামীও চিরকালের মতো ডুবে যেতেন ।
