আজকাল ওয়েবডেস্ক: আট বছরের প্রেমের পরেও তাঁদের সম্পর্ক মেনে নেয়নি প্রেমিকের পরিবার। পরিবারে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে চলেছেন প্রেমিক। সেই রাগে প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিলেন তরুণী। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আহত তরুণের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুজফ্ফরনগরের চার্থাওয়াল থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা দু'জনেই। আট বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন।  কিন্তু তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি যুবকটির পরিবার। অন্য একটি মেয়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয়। পরিবারের সিদ্ধান্ত মেনে নেন যুবকও। এর পরেই দু'জনের মধ্যে ঝামেলার সূত্রপাত। 

সিভিল লাইনস থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রেমিকার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন যুবক। সেই উদ্দেশ্যেই রবিবার সিভিল লাইনস থানা এলাকার একটি হোটেলে ডেকেছিলেন তরুণীকে। সেখানেই তাঁদের মধ্যে ফের বচসা হয়। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে আক্রমণ করেন তরুণী। কেটে নেন তাঁর পুরুষাঙ্গ। ঘটনার কথা জানাজানি হওয়ার পর পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।