আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকায় এক মহিলা এবং তার কয়েকজন বন্ধুদের বিরুদ্ধে এক বন্য বেড়ালকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। অভিযোগ, রাস্তা আটকানোর জন্য ওই মহিলা এবং তার সঙ্গীরা বেড়ালটিকে ধরে আগুনে পুড়িয়ে দেয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে। ঘটনাটি ঘটেছে ভোজপুর থানার অন্তর্গত এলাকায়। দিল্লির ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে ই-মেলের মাধ্যমে একটি অভিযোগ জমা পড়ে। জানা গিয়েছে, ওই মেলের মধ্যেই গোটা ঘটনার ভিডিওটি সংযুক্ত ছিল। সেই মেলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এসপি দেহাত কুনওয়ার আকাশ সিং অবশ্য গোটা ঘটনার ভিডিও এখনই প্রকাশ্যে আনতে রাজি হননি।
তিনি জানান, ‘গোটা ঘটনাটি এখনও তদন্তসাপেক্ষ। সে কারণে এখনই ভিডিও প্রকাশ করা যাবে না। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে’। এফআইআরের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এবং তার বন্ধুরা বন্য বেড়ালটিকে পুড়িয়ে তার ভিডিও রেকর্ড করে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, অভিযুক্তরা যে বাইকে করে যাচ্ছিল তার রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে অভিযুক্ত মহিলার পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রিয়া ভোজপুরের বাসিন্দা। জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইনের ৯, ৩৯, এবং ৫১ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও অভিযুক্তদের আদালতে তোলা হয়নি। দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
