আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। সেখানে ভারতীয় রেলের সময়সূচিতে কী পরিবর্তন ঘটবে। এই প্রশ্ন এখন চলতে ট্রেনযাত্রীদের মধ্যে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনর গতিও বাড়তে চলেছে বলেই খবর মিলেছে।
রেল সূত্রে জানা গিয়েছে ৩১ ডিসেম্বর থেকেই রেলের নতুন টাইমটেবিল শুরু হতে চলেছে। তবে রেল কর্তৃপক্ষ বর্তমানে এই বিষয়টি খানিকটা নিজেদের মধ্যেই রেখেছেন। বছরের শেষে বহু মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে যান সেদিক থেকে দেখতে হলে যদি রেলের টাইমটেবিলে পরিবর্তন করা হয় তাহলে সেটা সবার আগে যাত্রীদের জানিয়ে রাখা দরকার।
নতুন টাইমটেবিল দেওয়ার আগে রেল সমস্ত দিক খতিয়ে দেখে তবে তা করবে বলেই খবর মিলেছে। তবে নতুন বছর থেকে বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের গতি বাড়বে সেই ইঙ্গিত দিয়েছে রেল কর্তৃপক্ষ। দিল্লি থেকে শুরু করে চন্ডীগড়, দিল্লি থেকে লুধিয়ানা, রাজপুরা থেকে ভাতিন্ডা, নিউ দিল্লি থেকে লুধিয়ানা, রাজপুরা থেকে ভাতিন্ডা। এই সব রুটেই ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের।
পাশাপাশি দিল্লি থেকে মুম্বই, হাওড়া এবং বারাণসীত ট্রেনের গতি বাড়ানো হবে বলে খবর মিলেছে। যাত্রীরা যাতে দীর্ঘসময় ধরে ট্রেনযাত্রা করে ক্লান্ত না হয়ে পড়েন সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি প্রতিটি দীর্ঘমেয়াদী ট্রেনের গতি বাড়ানো যায় তাহলে তা অনেকটাই আরামদায়ক হবে।
৩১ ডিসেম্বর দুপুর ১২ টার আগে যারা টিকিট বুক করেছেন তারা বেশি সমস্যায় পড়বেন না বলে খবর। তবে রেল জানিয়েছে যদি নতুন টাইমটেবিল তারপর থেকে শুরু হয়ে থাকে তাহলে সেবিষয়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। কোনও যাত্রী যাতে অসুবিধার মধ্যে না পড়েন সেদিকে নজর রাখা হবে।
