আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার হারের পর ভেঙে পড়েছে কংগ্রেস। যদিও ভোট ফেরত সমীক্ষায় কংগ্রেসকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু আদতে সেখানে জিতে গিয়েছে বিজেপি। এই নিয়ে টানা তিনবার হরিয়ানায় জিতল পদ্ম শিবির।
ভোটের ফলাফল পর্যালোচনা করছে কংগ্রেস শিবির। নির্বাচন কমিশনকে দ্রুত দলের তরফে অভিযোগ জানানো হবে। যেখানে বলা হবে গণনার সময় কারচুপির যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হোক। বুধবার সকালে একথা জানিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাহুল জানিয়েছেন, ‘হরিয়ানায় অপ্রত্যাশিত ফলের পর্যালোচনা চলছে। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে যে কারচুপির অভিযোগ এসেছে তা কমিশনে জানাব।’
এদিকে, জম্মু–কাশ্মীরে জয়ের জন্য সহযোগী ন্যাশনাল কনফারেন্সকে অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘জম্মু–কাশ্মীরের মানুষকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। ‘ইন্ডিয়া’ র জয় গণতন্ত্রের জয়।’ এবার উপত্যকায় বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। তা কাজে লেগেছে।
