আজকাল ওয়েবডেস্ক: গত ১২ জুন, লন্ডন গ্যাটউইকগামী বোয়িং ৭৮৭-৮ বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের পরপরই ধ্বংস হয়ে যায়। বিমানের ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানগুলি আবার আলোচনার কেন্দ্রে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চস্তরের কমিটি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণগুলি পরীক্ষা করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য নির্দেশিকাও সুপারিশ করবে।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৪১ জন আরোহীর মৃত্যুর একদিন পর, বিমান চলাচল পর্যবেক্ষক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বহরের GEnx ইঞ্জিনের নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। ডিজিসিএ পরিদর্শনে বিভিন্ন সিস্টেমের পরীক্ষা এবং এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের টেক অফ প্যারামিটার পর্যালোচনা করা হবে।

এরপরেই আলোচনায় উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার মালিকানা। বর্তমানে সংস্থাটির মালিক টাটা গ্রুপ। কয়েক বছর আগে পর্যন্ত এয়ার ইন্ডিয়ার মালিকানা ছিল ভারত সরকারের হাতে। কিন্তু ৩ বছর আগে টাটা ১৮ হাজার কোটি টাকায় সংস্থাটি কিনে নেয়।

টাটা সন্স-এর ৭৪.৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এই বিমান সংস্থায় এবং বাকি ২৫.১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে। বিমান সংস্থাটি আগে এয়ার ইন্ডিয়া নামেই টাটার মালিকানাধীন ছিল। এয়ার ইন্ডিয়া দেশের প্রাচীনতম এবং প্রথম বিমান সংস্থা। ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স নামে শুরু হয়েছিল।

টাটা এয়ারলাইন্স ১৯৩২ সালের ১৫ অক্টোবর করাচি থেকে বম্বেতে প্রথম ফ্লাইট পরিচালনা করে। যার পাইলট ছিলেন জেআরডি টাটা। টাটা সফলভাবে ব্রিটিশ সরকারকে করাচি থেকে বম্বেতে ডাক পরিবহনের অনুমতি দেওয়ার জন্য রাজি করায়। এর মাধ্যমে সূচনা হয় এয়ার ইন্ডিয়ার। সময়ের সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া দেশের মধ্যে এবং আন্তর্জাতিক উভয় যাত্রীবাহী বিমানের পরিষেবা সম্প্রসারণ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ সরকার টাটা এয়ারলাইন্সের সব বিমান বাজেয়াপ্ত করে নেয়। ১৯৪৬ সালে যুদ্ধ শেষ হওয়ার পর জেআরডি টাটা টাটা এয়ারলাইন্সকে একটি পাবলিক কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্ত নেন। নাম পরিবর্তন রাখেন করে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে ৪৯ শতাংশ মালিকানা অফার করেন।

১৯৩২ সালে প্রতিষ্ঠিত এয়ার ইন্ডিয়া ১৯৫৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারত সরকারের মালিকানাধীন ছিল। বেশ কয়েক বছর ধরে এটি বিক্রি করার চেষ্টা করার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার টাটা গ্রুপের কাছে বিক্রি করে দেয়। প্রায় সাত দশক পর ফের এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পায় টাটা গ্রুপ।