আজকাল ওয়েবডেস্ক:‌ বেশ কিছু পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা মিলবে না। তাই এই ফোন ব্যবহারকারীদের ইতিমধ্যে ব্যাক আপ তৈরি করে নিতে হবে। নইলে গুরুত্বপূর্ণ ম্যাসেজ উড়ে যাওয়ার সম্ভাবনা। 


অন্তত ৩৫ টি ফোনে মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। মেটার তরফে জানানো হয়েছে, বেশ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অ্যাপল, স্যামসাং, মটোরোলা, সোনি, এলজির মতো জনপ্রিয় ব্রান্ডের নাম রয়েছে এই ফোনগুলির তালিকায়। অ্যাপের পারফরম্যান্স উন্নত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে মেটা। মেটার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ফিচারগুলি ব্যবহারের জন্য যে সিস্টেম দরকার তা এই ফোনগুলিতে নেই। এই ফোনগুলির মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট 3, গ্যালাক্সি এস3 মিনি, আইফোনের মতো একাধিক জনপ্রিয় মডেল। 


ফোনগুলির মধ্যে রয়েছে গ্যালাক্সি এস প্লাস, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সপ্রেস টু, গ্যালাক্সি গ্রান্ড, গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস ফোর সার্ভিস, গ্যালাক্সি এস ফোর জুম, আইফোন ৫, ৬ ছাড়াও আইফোন সিক্স এস ও আইফোন এসই মডেলগুলি। এছাড়া মোটো জি, মোটো এক্স, অপ্টিমাস জি সহ একাধিক ফোনে আর মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা।