আজকাল ওয়েবডেস্ক: ভারত হল অপরিসীম বৈচিত্র্যের দেশ, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যে সমৃদ্ধ। দেশের প্রতিটি অংশের নিজস্ব রীতিনীতি এবং ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব এবং ভাষা রয়েছে। ভারত বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত, যার প্রতিটির নিজস্ব বিশেষ পরিচয় এবং ঐতিহ্য রয়েছে। উত্তরে তুষারাবৃত পাহাড় থেকে দক্ষিণে উষ্ণ সৈকত, পশ্চিমে রঙিন মরুভূমি, পূর্বের সবুজ ভূমি পর্যন্ত, ভারতের প্রতিটি কোণে একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে।
ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করা যায়?
এ দেশে কিছু রাজ্যের জনসংখ্যা বিশাল, আবার কিছু রাজ্য আয়তনে বড়। তবে, আপনি কি জানেন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল গোয়া।
মোট আয়তন কত?
এই রাজ্যটি এত ছোট যে, একজন ব্যক্তি প্রায় আড়াই ঘন্টার মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি চালিয়ে যেতে পারেন। ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ার আয়তন মাত্র ৩,৭০২ বর্গকিলোমিটার। রাজ্যের উত্তরে পাত্রদেবী এবং দক্ষিণে পোলেম সৈকত অবস্থিত। এই দু'টি স্থানের মধ্যে মোট দূরত্ব প্রায় ১২৩ কিলোমিটার, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে গাড়িতে অতিক্রম করা যায়।
সৈকত ছাড়াও গোয়া কেন পর্যটকদের কাছে বিখ্যাত?
আয়তনের দিক থেকেও গোয়া ছোট, জনসংখ্যার দিক থেকেও ছোট। জনসংখ্যার দিক থেকে, গোয়া ভারতের চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এই রাজ্যে আসেন। গোয়া তার মজাদার পরিবেশের জন্য পরিচিত। যখনই আমরা গোয়ার কথা শুনি, তখনই প্রথমেই সমুদ্র সৈকতের কথা মনে আসে। বাগা সৈকত, অঞ্জুনা সৈকত এবং ভাগাতোর সৈকত হল সবচেয়ে জনপ্রিয়। এইসব সমুদ্র সৈকতে পর্যটকরা তাঁদের পরিবার এবং বন্ধুবা্ধবদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটিয়ে থাকেন।
আরও পড়ুন- দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মমতা এখনও গরিব, কত টাকা রয়েছে তাঁর কাছে, জানাল এডিআর
আরও পড়ুন- ট্রাম্পের নীতির জেরে আমেরিকায় রেকর্ড, ১৯৬০ সালের পর এই প্রথম অভিবাসীর সংখ্যা কমেছে ১৫ লক্ষ!
