আজকাল ওয়েবডেস্ক: উৎসব মানে আনন্দ ভাগ করে নেওয়ার পালা। সমাজে সকলে যাতে ভাল থাকেন সেই লক্ষ্যেই উদযাপন। দীপালবলিতে তেমনই এক হৃদয়দ্রাহী ভিডিও বাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন অফিসার ফুটপাতে বসা এক প্রদীপ বিক্রেতা বৃদ্ধার থেকে সব পণ্য কিনে নিচ্ছেন। পুলিশ কর্মীদের এই উদ্যোগে আলোর উৎসবের আবহে হাজার ওয়াটের দ্যূতি ঝলকাচ্ছে ওই বৃদ্ধা বিক্রেতার চোখে-মুখে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। @MeghUpdates সোশ্যাল মিডিয়া এক্স-এ ওঅ আবেগঘন ভিডিওটি শেয়ার করেছে। পোস্টের ক্যাপসনে লেখা আছে, "এই ধনতেরাসে, মায়ের মাটির প্রদীপগুলি কোনও ক্রেতা কেনেননি। সেটা দেখে, স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত তাঁর সমস্ত প্রদীপ কিনেছেন এবং। এতে কেবল তাঁর বৃদ্ধার দোকানই নয়, তাঁর হৃদয়কেও আলোকিত করেছেন। হাপুর, উত্তর প্রদেশ। আসুন এই উৎসবের মরসুমে শপথ নিই - আমাদের স্থানীয় কারিগরদের সমর্থন করার এবং ভারতে তৈরি পণ্য কেনার।"
অর্থাৎ এই এক্স পোস্টে রয়েছে দেশীয় পণ্য কেনার বার্তাও।
This Dhanteras, Amma’s clay lamps found no buyers. Seeing this, Station In-charge Vijay Gupta bought all her diyas and brightened not just her stall, but her heart too.
— Megh Updates ????™ (@MeghUpdates)
????Hapur, Uttar Pradesh
Let’s take a vow this festive season — to support our local artisans and buy… pic.twitter.com/vyFke1iDphTweet by @MeghUpdates
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, দু'জন পুলিশ কর্মী একজন বয়স্ক মহিলা বিক্রেতার কাছ থেকে সমস্ত প্রদীপ কিনে নিচ্ছেন। বৃদ্ধাকে বলতে শোনা যাচ্ছে যে, সারাদিন কোনও গ্রাহক ক্রেতা আসেননি, কিন্তু এই পুলিশ অফিসাররা এসে সমস্ত প্রদীপ কিনে ফেলেছেন। আবেগেঘন হয়ে বৃদ্ধা পুলিশ অফিসারকে বলেন, "আমার আশীর্বাদ আপনার হৃদয়ে থাকুক। আপনি দীর্ঘজীবী হোন।" তাঁদের আন্তরিকভাবে আশীর্বাদ করেন। ভিডিওর শেষে পুলিশ অফিসার তাকে ১০০০ টাকা দেন।
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অফিসারের দয়ার প্রশংসা করেন। একজন ব্যবহারকারী এটিকে পুলিশের হৃদয়গ্রাহী আচরণ বলে অভিহিত করেন এবং লিখেছেন, "এটি স্টেশন ইনচার্জ বিজয় গুপ্তের হৃদয়গ্রাহী আচরণ। এমন একটি পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ লক্ষ্য না করেই ছুটে চলে যায়, তাঁর সহজ দয়ার কাজ একজন বয়স্ক মহিলার দিনকে আলোকিত করল এবং এই কাজ ধনতেরাসের আসল চেতনাকে সুন্দরভাবে ধারণ করে। এই ধরণের করুণা মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয়।"
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "বিজয় গুপ্তার হৃদয়স্পর্শী আচরণ! স্থানীয় কারিগরদের সমর্থন করা এই উৎসবের মরশুমে সত্যিই জীবনকে আলোকিত করে।" অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন।লিখেছেন, "সত্যিই আমার চোখে জল চলে এল। আমাদের উৎসবের মূল কথা হলো ভালোবাসা, করুণা এবং নম্রতা। একে অপরের পাশে থাকা।"
