আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রাম চলছে না। কোনওভাবেই সেখানে লগ ইন করা যাচ্ছে না জানিয়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে থাকেন বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে। বুধবার সকাল থেকেই ডাউন হয়ে যায় ইনস্টাগ্রাম। কোনও ছবি পোস্ট কিংবা রিলস শেয়ার, করা যাচ্ছিল না কিছুই।
কিছু অভিযোগকারী এমনও জানিয়েছেন, তাঁরা এই সমস্যার শিকার হন মঙ্গলবার বিকেল থেকেই। অনেকের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। প্রথমে ভেবেছিলেন কোনও নেটওয়ার্কজনিত সমস্যার কারণে হচ্ছে এটি। দীর্ঘক্ষণ ধরে একই সমস্যা চলায় নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করতে থাকেন বিষয়টি। প্রথমে বিষয়টি সামনে আনেন একজন। সেখানে অনেকেই কমেন্ট করেন তাঁরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আরেকজন জানান, ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছে তাই সব ব্যবহারকারী এখন এক্স হ্যান্ডেলে চলে এসেছেন।
কমপক্ষে হাজার জন এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। সূত্রে খবর, এই সমস্যা শুধু ভারতের নেটাগরিকেরাই ফেস করেছেন। তবে এটাই প্রথম নয়, এর আগেও অক্টোবর মাসে মেটার এই অ্যাপ ডাউন হয়ে গিয়েছিল। তার আগে জুন মাসে সারা বিশ্বব্যাপী এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। সে সময় এই বিষয়ে অভিযোগ জমা পড়েছিল প্রায় সাড়ে ছয় হাজার ব্যবহারকারীদের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এ দিনের সমস্যা ঠিক হয়নি বুধবার বিকেল পর্যন্ত। তবে ঠিক কী কারণে এই অ্যাপ হঠাৎ করে ডাউন হয়ে গেল তার কোনও বিবৃতি মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে।
