আজকাল ওয়েবডেস্ক: ইউপিআই লেনদেনে রেকর্ড। গত মে মাসে। গত এপ্রিলে দেশ জুড়ে মোট যা ইউপিআই লেনদেন হয়েছিল, মে মাসে তার পাঁচ শতাংশ বেশি হয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই জানাল সরকারি সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।
এনপিসিআই জানিয়েছে, এপ্রিলে দেশে ইউপিআই লেনদেন হয়েছিল ২৩.৯৪ লক্ষ কোটি টাকার। ওই মাসে ১,৭৮৯.৩ কোটি বার লেনদেন হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মে মাসে টাকাপয়সা দেওয়ানেওয়া হয়েছে ১,৮৬৭.৭ কোটি বার। আর লেনদেন হয়েছে মোট ২৫.১৪ লক্ষ কোটি টাকা। আর গত বছর মে মাসে লেনদেন হয়েছিল ২০.৪৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর ইউপিআই লেনদেন ২৩ শতাংশ বেড়েছে মে মাসে।
‘স্পাইস মানি’র প্রতিষ্ঠাতা এবং কর্ণধার দিলীপ মোদী বলেছেন, ‘ভারত যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে, তা আরও এক বার প্রমাণ হয়ে গেল। এ থেকেই বোঝা যাচ্ছে, ইউপিআই লেনদেনের বিশ্বাসযোগ্যতা ঠিক কতটা।’
