আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার তারকুলওয়া গ্রামে বুধবার তোলপাড় কাণ্ড। বুধবার রাতে ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের শোভাযাত্রা ছিল। সেখানেই চোর সন্দেহে নির্মমভাবে মারধর করা হল এক ব্যক্তিকে। পরে জানা যায়, ওই ব্যক্তি আসলে নির্দোষ। চুরির মত কোনও ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 

জানা গিয়েছে, বুধবার রাতে গোরখপুর থেকে আসা একটি বিয়ের শোভাযাত্রা স্থানীয় একটি বিবাহ মণ্ডপে পৌঁছায়। শোভাযাত্রায় অংশ নেওয়া এক ব্যক্তি মদ্যপ অবস্থায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেন। রাত প্রায় ১২টার দিকে তিনি একটি বাড়ির দরজায় কড়া নাড়েন। সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে চোর সন্দেহে আটক করে।

 

 

চিৎকার শুনে জড়ো হন এলাকার অন্যান্য বাসিন্দারাও। লোকজন দ্রুত জড়ো হয়ে ওই ব্যক্তিকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। বারবার বলা সত্ত্বেও, ওই ব্যক্তিকে লাথি ও ঘুষি মেরে নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময়ে উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

 

 

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে। তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তির চিকিৎসাও করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির পরিবার থানায় এসে তাঁকে বাড়ি নিয়ে গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে।