আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। কারণ বিয়ের আসরে দেরিতে পৌঁছন পাত্র। এর জেরে বিয়েই বাতিল করেন কনের বাবা। এখানেই শেষ নয়। পাত্রকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিয়ের সমস্ত খরচ দেওয়ার জন্যেও জোরজবরদস্তি করে কনেপক্ষ। বিয়ের আসরে আনন্দ, হুল্লোড়ের বদলে ছড়াল ব্যাপক চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। কনের বাবা জানিয়েছেন, দশ মাস আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু তিনদিন ধরে পাত্রের কোনও খোঁজ মেলেনি। পাত্রের বাড়ির লোকজন নিখোঁজ ডায়েরি করেছিলেন। সমস্তটাই লুকিয়ে রেখেছিলেন কনের আত্মীয়দের থেকে। বিয়ের দিন যখন তাঁদের পৌঁছনোর কথা ছিল, তার কিছুক্ষণ আগেই জানা যায়, পাত্র নিখোঁজ। পুলিশে জানালে, তারাই পাত্রকে উদ্ধার করে।
কনের বাবার অভিযোগ, যুবকের একটি প্রেমের সম্পর্ক ছিল। তার জন্যেই পালিয়ে গিয়েছিলেন। এর জন্যেই তিনি বিয়ে বাতিল করেন। বিয়ের সমস্ত খরচ না দেওয়া পর্যন্ত তাঁকে ঘরবন্দি করেই রাখা হয়।
এদিকে পাত্র জানিয়েছেন, তিনি কাজের সূত্রে লখনউয়ে গিয়েছিলেন। ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় কোনও যোগাযোগ করতে পারেননি। পুলিশ যোগাযোগ করতেই তিনি ফিরে আসেন। কোনও প্রেমের সম্পর্ক তাঁর নেই। বিয়ে করতেও ইচ্ছুক। অথচ দেরি করে বিয়ের আসরে পৌঁছনোর জন্য বিয়ে বাতিল করলেন কনের বাবা। অযথা তাঁকে আটকে রেখে পুরো খরচ চাওয়া হচ্ছে। পুলিশ এই ঘটনায় হস্তক্ষেপ করলেও, কনের বাবা ছাড়েননি পাত্রকে। পুরো খরচ নেওয়ার পরেই ছাড়া পান পাত্র।
