আজকাল ওয়েবডেস্ক: কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার এক যুবতী। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার চারদিন পরেও এখনও অধরা চার অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। রাজস্থানের উদয়পুরে। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সেদিন রাত ন'টা নাগাদ কর্মক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সময়মতো গাড়ি না আসায় অদূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাছে তিনি এগিয়ে যান। ওই গাড়িতে আরও চারজন যুবক বসেছিল। তাদের কাছে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লিফট চান তিনি।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, বাড়ির সামনে পৌঁছনোর পরেও গাড়িটি থামেনি। তাঁকে নিয়ে আরও দূরে চলে যায়। তখনই চলন্ত গাড়িতে পিছনের সিটে বসে থাকা দুই যুবক তাঁকে ধর্ষণ করে। মারধর করে সকলে মিলে। এরপর একটি কলেজের পাশে তাঁকে গাড়ি থেকে নামিয়ে আবারও লোহার রড দিয়ে মারধর করে পালিয়ে যায়। মুখে ও মাথায় গুরুতর চোট পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
জ্ঞান ফিরতেই একটি হোটেলে পৌঁছন যুবতী। সেখানে পৌঁছে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
