আজকাল ওয়েবডেস্ক : নাম বদলের খেলায় ফের নতুন সংযোজন। এবার রাষ্ট্রপতি ভবনের দুটি ভেন্যুর নাম পরিবর্তন করা হল। দুর্বার হল এবং অশোক হলের নাম পরিবর্তন করা হল। একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এবার থেকে এই দুটি ভবনের নাম পরিবর্তন করা হল। এই দুটি নাম হয়েছে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ।
এই নাম পরিবর্তন করার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন যা দেশের রাষ্ট্রপতির প্রধান বাসস্থান এবং ভারতীয় গণতন্ত্রের এক উজ্জ্বল দিক। দুর্বার হলে এতদিন জাতীয় নানান অনুষ্ঠান হত। দুর্বার নামটি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। স্বাধীনতা পাওয়ার পর তাই এই নাম গুরুত্ব হারিয়েছে। তাই এই নামটি বদল করে গণতন্ত্রের মণ্ডপ রাখা হল। অন্যদিকে ভারতের মহান রাজা ছিলেন অশোক। তাই তার নামটি রেখে দেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে অশোক স্তম্ভ নানান দিক থেকে জড়িয়ে আছে। অশোকের মহান কাজ তাঁকে দেশবাসীর সামনে সম্মান দিয়েছে। তাই তাঁর নামটি রেখে দেওয়া হয়েছে।
এই নাম পরিবর্তন করার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন যা দেশের রাষ্ট্রপতির প্রধান বাসস্থান এবং ভারতীয় গণতন্ত্রের এক উজ্জ্বল দিক। দুর্বার হলে এতদিন জাতীয় নানান অনুষ্ঠান হত। দুর্বার নামটি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। স্বাধীনতা পাওয়ার পর তাই এই নাম গুরুত্ব হারিয়েছে। তাই এই নামটি বদল করে গণতন্ত্রের মণ্ডপ রাখা হল। অন্যদিকে ভারতের মহান রাজা ছিলেন অশোক। তাই তার নামটি রেখে দেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে অশোক স্তম্ভ নানান দিক থেকে জড়িয়ে আছে। অশোকের মহান কাজ তাঁকে দেশবাসীর সামনে সম্মান দিয়েছে। তাই তাঁর নামটি রেখে দেওয়া হয়েছে।
