আজকাল ওয়েবডেস্ক: ফের এক ভয়াবহ বাইক দুর্ঘটনা৷ ঘটনাটি ঘটেছে দিল্লি–দেহরাদুন এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন অংশে। সূত্রে জানা গিয়েছে,বাইক স্টান্ট করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। দুই মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার পুরো দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দু'টি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের দুদিক থেকে আসছে। অনুমান করা হচ্ছে, সম্ভবত দুজনেই স্টান্ট বা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে তাঁরা একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, উভয় আরোহী মোটরসাইকেল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৩ই আগস্ট। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। মৃতদের নাম ৩১ বছর বয়সী রোহিত এবং ৪২ বছর বয়সী সুবোধ বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনার দিন কীভাবে এই ধরনের স্টান্টের সুযোগ তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে রাস্তায় স্টান্ট ও বেপরোয়া গাড়ি চালানোর ভয়াবহ দিকটি। নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে কীভাবে বাইক নিয়ে ঢোকা সম্ভব হল এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার অভাব, নজরদারির ঘাটতি এবং সঠিক নিয়ন্ত্রণের অভাবে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, পরপর পথ দুর্ঘটনায় নিহত একাধিক। সম্প্রতি দুটি পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনা দুটির একটি আহমেদাবাদে এবং আরেকটি দিল্লিতে ঘটে। উভয় ঘটনাতেই বেপরোয়া গাড়ি চালানো এবং গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া এহেন পথ দু্র্ঘটনার জেরে সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আহমেদাবাদে নেহরুনগর এলাকার ঝাঁসির রানি মূর্তির কাছে সোমবার ভয়াবহ এক পথ দু্র্ঘটনা ঘটে। ভোররাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি বেপরোয়া গাড়ি একটি স্কুটারকে আচমকা ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে উপস্থিত আরও একজন গুরুতর আহত হন৷ পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদের শনাক্ত করেছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতরা হলেন জামালপুর এলাকার বাসিন্দা আকরাম আলতাফ কুরেশি (২২) এবং আশফাক জাফর আজমেরি (৩৫)। তাঁরা দু’জনই একটি অ্যাক্টিভা স্কুটারে করে শিবরঙ্গিনী ক্রসরোডের দিকে যাচ্ছিলেন।
অন্যদিকে, দিল্লির চাণক্যপুরী এলাকার টকাটোরা স্টেডিয়ামের কাছেও এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রোববার সকাল ৬টা ৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি মহিন্দ্রা থার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজনের নাম শনাক্ত করা গিয়েছে। তিনি হলেন সিকিমের বাসিন্দা সুজেশ ছেত্রী। অন্যজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
