আজকাল ওয়েবডেস্ক : বাজারে গেলেই মাথায় হাত। প্রতিদিন বাড়ছে সবজির দাম। এর থেকে রেহাই নেই আম জনতার। সব খাবারে যেটা মাস্ট সেটা হল টমেটো। এটি ছাড়া যেন রান্না করতেই পারেন না বাড়ির গৃহিনীরা।


বাজারে যেখানে টমেটোর দাম আকাশের দিকে যাচ্ছে সেখানে বিশেষ পদক্ষেপ করল এনসিসিএফ। তারা দিল্লিতে এই সবজির দাম করে দিল ৬০ টাকা প্রতি কেজি। ভর্তুকি দিয়ে এই দাম করা হয়েছে। দিল্লির বিভিন্ন জায়গায় যেখানে ৮০ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে সেখানে এই দাম কিছুটা স্বস্তি দেবে আম জনতাকে।


এর পাশাপাশি কলকাতায় টমেটোর দাম যাতে আর না বাড়ে সেদিকে নজর রেখেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স ঘুরছে। দাম নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। টমেটোর দাম নিয়ে যাতে কালোবাজারি না হয় তার দিকে নজর রয়েছে সরকারের। কলকাতায় টমেটোর দাম ৬০ টাকা থেকে শুরু করে ৫৫ টাকার ঘরে আছে।


প্রসঙ্গত, বর্ষার সময় প্রতিটি সবজির দাম বাড়ে। সেই তালিকায় টমেটো রয়েছে। তবে আগামী সময় যাতে টমেটো নিয়ে আর সমস্যা না হয় সেদিকে নজর রাখছে কেন্দ্র-রাজ্য উভয়।