আজকাল ওয়েবডেস্ক: তীব্র প্রতিবাদের মুখে মহারাষ্ট্র সরকার রবিবার বাতিল করল তিন-ভাষা নীতি সংক্রান্ত সংশোধিত সরকারি প্রস্তাব (GR)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা করেন, নতুন করে নীতিটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন শিক্ষাবিদ ডঃ নরেন্দ্র জাধব। মুখ্যমন্ত্রী বলেন, "আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে তিন-ভাষা নীতি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে ডঃ জাধবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই নীতি কার্যকর হবে।"
তিনি আরও জানান, “আমরা দুটি GR-ই বাতিল করছি। আমাদের কাছে মূল বিষয় হল মারাঠি ভাষার সুরক্ষা।” প্রসঙ্গত, এপ্রিল মাসে মহাযুতি সরকার একটি GR জারি করে জানায় যে, মারাঠি ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ে ১ থেকে ৫ শ্রেণি পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে পড়ানো হবে। এটি ছিল জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের অংশ।
কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল, সাহিত্যিক মহল ও ভাষা আন্দোলনকারীরা। সমালোচকদের মতে, এতে মারাঠি-সহ অন্যান্য আঞ্চলিক ভাষার গুরুত্ব খর্ব হচ্ছে এবং একপ্রকার হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে সরকার জানায়, হিন্দি বাধ্যতামূলক নয়; যদি একটি ক্লাসে অন্তত ২০ জন শিক্ষার্থী অন্য কোনো ভারতীয় ভাষা নিতে চায়, তাহলে স্কুল সে ভাষায় শিক্ষক নিয়োগ বা অনলাইন ক্লাসের ব্যবস্থা করবে।
তবুও বিতর্ক থামেনি। রাজ ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) তীব্র প্রতিবাদে নেমে পড়ে এবং মারাঠি ভাষাভাষীদের রাস্তায় নামার আহ্বান জানায়। এমনকি রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে (শিবসেনা UBT) একযোগে "হিন্দি চাপিয়ে দেওয়ার" বিরুদ্ধে মুম্বইয়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন। ফলে বাধ্য হয়েই সরকার পিছু হটে এবং নীতিটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। নতুন কমিটির সুপারিশের পরই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
