আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে ওল্ড ইন গোল্ড। মানে হল যা পুরাতন সেটাই হল সোনার সমান। আর যদি আপনার কাছে এই পুরাতন টাকা থাকে তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন ৪ লক্ষ টাকা।
যে পুরাতন নোটগুলি বেশি দামে অনলাইনে বিক্রি হয় সেগুলিতে ৭৮৬ নম্বরটি থাকতে হবে। যদি আপনার কাছে এই নম্বর লেখা নোট থাকে তাহলে সেখান থেকে লাখপতি হতে কেউ আপনাকে আটকাতে পারবে না।
বর্তমান সময়ে অনলাইনে এই পুরাতন নোটের চাহিদা বাড়ছে। সেখান থেকে ১ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০০ টাকার নোটের বিরাট চাহিদা রয়েছে। যদি আপনার কাছে এই পুরাতন নোটগুলি থাকে আর যদি সেখানে ৭৮৬ নম্বরটি লেখা থাকে তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন লাখ লাখ টাকা।
এই নোটগুলিকে আপনি ওএলএক্স, কুইকার, এবে এবং আরও বেশ কয়েকটি ওয়েবসাইটে গিয়ে বিক্রি করতে পারবেন। সেখান থেকেই আপনি পেতে পারেন লাখ লাখ টাকা। এখানে নিজের নোটটি বিক্রি করতে হলে সবার আগে সেখানকার সদস্য হতে হবে। তারপর সেখান থেকে নিজেকে নোট বিক্রেতা হিসবে নথিভু্ক্ত করতে হবে। আপনার কাছে থাকে পুরাতন নোট বা কয়েনের একটি পরিষ্কার ছবি তুলে সেটিকে অনলাইনে দিতে হবে। এরপরই যারা সেটি কিনবেন তারা আপনার সঙ্গে যোগাযগ করে নেবেন।
৭৮৬ নম্বরের নোটের কেন এত চাহিদা। কোরানের মতে এই নম্বরটি অতি শুভ। ফলে যার কাছে এই নম্বরটি থাকবে তিনি ভগবানের কাছে থাকবেন। তাই মুলসমান সম্প্রদায়ের কাছে এই নোটের এত চাহিদা। অন্যদিকে হিন্দদের কাছেও এই নম্বরের মানে হল ব্রক্ষ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাই তাদের কাছেও এই নম্বরের বিরাট শুভ। তাই এই নম্বর লেখা নোটের এত চাহিদা।
তবে একটা কথা মনে রাখবেন আরবিআই এই ধরণের নোট কেনাবেচার অনুমতি দেয় না। যদি এই কাজটি করতে গিয়ে আপনি কোনও প্রতারণার শিকার হয়ে যান তাহলে সেখান থেকে তার দায় থাকবে আপনার কাছেই। আজকাল ডিজিটাল তার দায় নেবে না।
