আজকাল ওয়েবডেস্ক : আপনার ফোনে কী স্প্যাম কল আসে? উত্তর হবে yes। কিন্তু চিন্তা করার কিছুই নেই। ট্রাই এবার তাদের নিয়ম আরও জোরদার করছে।
তার ফলে যারা স্প্যাম কল করে আপনাকে বিরক্ত করে বা আপনার তথ্য জানার চেষ্টা করে তারা জব্দ হবে। এতদিন ধরে যে প্রতারণা করে হ্যাকাররা আপনার তথ্য জেনে নিতে পেরেছে তারা এবার সাবধান হবে।
ট্রাই একটি বৈঠক করেছে। সেখানে সমস্ত মোবাইল সংস্থা ছিল। এবার থেকে কোনও স্প্যাম কল এলে সেটা যাচাই করবে মোবাইল সংস্থা। তারপর সেই কল দেওয়া হবে আপনার ফোনে। ভারতের মাটিতে যাতে কোনও স্পার্ম কল না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।
প্রয়োজনে নতুন আইন এনে এই কাজ করা হবে। এরফলে হ্যাকাররা তাদের উৎপাত বেশি করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এতদিন যেভাবে স্প্যাম কল করে আপনার তথ্য জানা যেত তাতে এবার লাগাম পড়াতে চলেছে ট্রাই।
তার ফলে যারা স্প্যাম কল করে আপনাকে বিরক্ত করে বা আপনার তথ্য জানার চেষ্টা করে তারা জব্দ হবে। এতদিন ধরে যে প্রতারণা করে হ্যাকাররা আপনার তথ্য জেনে নিতে পেরেছে তারা এবার সাবধান হবে।
ট্রাই একটি বৈঠক করেছে। সেখানে সমস্ত মোবাইল সংস্থা ছিল। এবার থেকে কোনও স্প্যাম কল এলে সেটা যাচাই করবে মোবাইল সংস্থা। তারপর সেই কল দেওয়া হবে আপনার ফোনে। ভারতের মাটিতে যাতে কোনও স্পার্ম কল না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।
প্রয়োজনে নতুন আইন এনে এই কাজ করা হবে। এরফলে হ্যাকাররা তাদের উৎপাত বেশি করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এতদিন যেভাবে স্প্যাম কল করে আপনার তথ্য জানা যেত তাতে এবার লাগাম পড়াতে চলেছে ট্রাই।
