আজকাল ওয়েবডেস্ক: অলৌকিক ক্ষমতার অধিকারী বলেই মনে করতেন যুবক। বারবার বন্ধুদের বলতেন, ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তাঁর। কিন্তু প্রমাণ দেখাতে পারবেন কি? বন্ধুদের কেরামতি দেখাতে গিয়ে কলেজের পাঁচতলা থেকে ঝাঁপ দিলেন তিনি। যুবকের এমন কাণ্ডে স্তম্ভিত সহপাঠীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। কোয়েম্বাটুরের এক ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া প্রভু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন। সহপাঠীদের প্রভু বলেছিলেন, তাঁর অলৌকিক ক্ষমতা রয়েছে। যা শুনেই আদতে কেউই বিশ্বাস করেননি। কিন্তু বন্ধুদের কাছে প্রমাণ দেখাতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে কলেজের হস্টেলের পাঁচতলা থেকে ঝাঁপ দেন।
পুলিশ জানিয়েছে, প্রভু ওই কলেজের হস্টেলেই থাকতেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাঁচতলার বারান্দা দিয়ে ছুটে গিয়ে আচমকা নীচে ঝাঁপ দেন। আশেপাশে বন্ধুরা দাঁড়িয়েছিলেন। যা দেখেই চমকে যান সকলে। নীচে পড়েই প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন যুবক।
পুলিশ জানিয়েছে, মাথায়, হাতে ও পায়ে গুরুতর চোট পেয়েছেন যুবক। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
