আজকাল ওয়েবডেস্ক : আর পাঁচটা মানুষের থেকে তিনি একেবারে আলাদা।ফুটন্ত তেলে স্রেফ হাত দিয়েই নেড়েচেড়ে ভেজে ফেলেন পকোড়া! লাগে না কোনও খুন্তি।  অবাক করা বিষয় হল, রোজ ফুটন্ত তেলে হাত ডোবালেও তাঁর হাত পুড়ে যায় না এতটুকুও। কে এই ব্যক্তি? 


তামিলনাড়ুর বিরুধুনগর জেলার রামাস্বামী রাজা নগরে ছোট্ট একটি  গুমটিতে চা বিক্রি করেন মুথু। প্রায় দু'দশক ধরে চা বিক্রি করে চলেছেন তিনি। তাঁর চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে দূরদূরান্ত অবধি। তবে শুধুমাত্র  চা বানানোর কারণেই তাঁর পরিচিতি থেমে নেই। খুন্তি ছাড়া ফুটন্ত তেলে  হাত দিয়েই  নেড়েচেড়ে তেলে ভাজা ভেজে  নেওয়ার কারণে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। মথুর এই কাণ্ড দেখে তাঁর দোকানে আসা ক্রেতাদের  চোখ ছানাবড়া হয়ে যায়। কারণ অত গরম তেলে হাত ডুবিয়ে দিলেও তাঁর হাতে থাকে না কোনও পোড়া  দাগের চিহ্ন! 

কেন হাত পোড়ে না মুথুর? জবাবে সংবাদমাধ্যমকে মুথু জানান, দীর্ঘদিন ধরেই গরম তেলে হাত দিয়ে তেলে ভাজা ভাজছেন তিনি। যার ফলে ফুটন্ত তেলের তাপ সয়ে গেছে তাঁর । তাই এখন আর ফুটন্ত তেলে হাত ডোবালেও আর কোনও ফারাক পড়ে না তাঁর ত্বকে।