আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৫০০ টাকা নিয়ে বচসা। তার জেরে বন্ধুর মাথা কেটে দেহ পুড়িয়ে খুন করলেন এক মূক ও বধির ব্যক্তি। ধড় থেকে মুণ্ডু আলাদা করার আগে চুলও কামিয়ে দেওয়া হয়েছিল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। অভিযুক্ত রাজকুমার সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ১৫ ফেব্রুয়ারি ফিরোজাবাদের মারঘাটি এলাকায় একটি মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেহটি সোনু সিং নামের এক ব্যক্তির। তাঁকে খুন করল কে? সেই খোঁজে এলাকার প্রায় ১০০টি সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখে ফিরোজাবাদ পুলিশ। এরপরেই বৃহস্পতিবার রাজকুমারকে গ্রেপ্তার করা হয়। জেরায় নিজের অপরাধ কবুল করেছে সে। 

পুলিশ জানিয়েছে, গত ছয় বছর ধরে রাজকুমার এবং সোনু দিনমজুরের কাজ করেন। দু'জনে একে অপরের বন্ধুও। গত ১৪ ফেব্রুয়ারি একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন রাজকুমার এবং সোনু। সেই সময় দু'জনের মধ্যে ৫০০ টাকা নিয়ে বচসা বাঁধে। ওই সময় গলা টিপে সোনুকে খুন করা হয়। অপরাধ ঢাকতে মাথা কেটে চুল কামিয়ে দেহটিকে পুড়িয়ে ফেলা হয়। 

ফিরোজাবাদের পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, নেশাগ্রস্ত রাজকুমার রাগের বশে সোনুকে গলা টিপে খুন করেছেন। রাজকুমারের বাড়ি থেকে খুনের অস্ত্র, রক্তমাখা জামা এবং জুতো উদ্ধার করা হয়েছে।