আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় সেনা, যাদের অক্লান্ত চেষ্টার জেরে এর আগেও বহু বিপর্যয় থেকে বেরিয়ে এসেছে সাধারণ মানুষ। সেই তালিকায় এবার জুড়ে গেল ওয়েনাডের নামও। কেরালার ওয়েনাডের উদ্ধারকাজ শেষ। এবার নিজেদের পুরনো দায়িত্বে ফেরার পালা। তবে ফেরার আগে ভারতীয় সেনাকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন ওয়েনাডবাসী। যেখান থেকে কাজ করা প্রায় অসম্ভব ছিল, সেখান থেকেই ভারতীয় সেনা সফলভাবে উদ্ধারকাজ করেছে।


ওয়েনাডে ধসের জেরে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪০০ জনের বেশি মানুষ। একটি ভিডিওতে দেখা গিয়েছে সৈন্যরা ওয়েনাড থেকে বিদায় নিচ্ছেন, তাঁদের সঙ্গে তাঁদের ডগ স্কোয়াডও রয়েছে। সকলেই উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছেন সেখানকার মানুষ। ১২২ ইনফ্রান্টি ব্যাটেলিয়ানের এই সেনারা বিগত ১০ দিন ধরে টানা উদ্ধারকাজ চালিয়ে গিয়েছেন ওয়েনাডে। দিন-রাত এক করে তাঁরা কাজ করেছেন। কোচি ডিফেন্সের পিআরও টুইট করে জানিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে এই অভ্যর্থনাকে কখনও ভোলা যাবে না। যে সাহসী হিরোরা ধসের সময় নিজেদের জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের কথা দেশবাসী সর্বদাই মনে রাখবে।


কর্নেল পরমবীর সিং নাগরা জানিয়েছেন, এই অপারেশনে কোনও ভলান্টিয়ারের মৃত্যু হয়নি। কেরালার সমস্ত জেলার পরিস্থিতি এখন কন্ট্রোলে। ফলে সেনাবাহিনীর কাজ শেষ হয়েছে। পরপর ধসের জেরে ৩১ জুলাই থেকে বিপর্যস্ত অবস্থা ছিল মুন্দাক্কাই, চোরামালা, অট্টামালা গ্রামগুলির। এরপর বহু মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এটাই বড় প্রাপ্তি। প্রসঙ্গত, শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবারই ওয়েনাড পরিদর্শন করবেন। কেরালার সরকার ইতিমধ্যেই এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবি করেছে।