আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মন্দিরের এক নিরাপত্তারক্ষীকে নির্যাতনের ঘটনায় পাঁচ পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শিবগঙ্গা জেলায় ঘটে ঘটনাটি। নিরাপত্তারক্ষীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। ময়নাতদন্তের সঙ্গে সম্পর্কিত সূত্র জানিয়েছে। চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের নাম অজিত কুমার। তাঁকে পাঁচজন পুলিশকর্মী অস্বাভাবিক অত্যাচার করে৷ 
 
 চেন্নাইয়ের পুলিশ সদর দপ্তরে পর্যালোচনা সভার পর পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ মামলাটিকে গুরুত্ব সহকারে দেখছে। পর্যবেক্ষণের পর ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 
২৭শে জুন মায়ের সঙ্গে মন্দিরে বেড়াতে আসা এক তরুণী অজিত কুমারকে তাঁর গাড়ি পার্ক করতে সাহায্য করতে বলেন। অজিত গাড়ি চালাতে না জানায় অন্যদের কাছ থেকে গাড়ি পার্ক করার জন্য সাহায্য চান। পরে তরুণী অভিযোগ করেন গাড়িতে রাখা ব্যাগ থেকে ১০ ভরি সোনার অলঙ্কার হারিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তিরুপুবনম পুলিশ অজিত কুমার সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়৷ একদিনের মধ্যেই অজিতকে ছেড়ে দেওয়া হয়৷
সূত্রে খবর, এরপর আরও একটি বিশেষ দল অজিত কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের সময় তিনি শারিরীক অস্বস্তির কথা জানান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অজিতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন মৃত্যুর কারণ স্বাভাবিক নয়। বরং আটক করে নির্যাতন করা হয়েছে তাঁকে।
শিবগঙ্গা জেলার কাছে তিরুপুভানমের বাসিন্দা ২৭ বছর বয়সী যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনায় ব্যাপক জনরোষ। ঘটনার জেরে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
