আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বৈঠকের পর, চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট জেলার সমস্ত স্কুল এবং কলেজের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে তামিলনাড়ুর উত্তর উপকূলীয় অঞ্চলে ৪০ সেমি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রবল বৃষ্টির কারণে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে রাজ্যে। পরিস্থিতির মোকাবিলার জন্য, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন আইটি সংস্থাগুলিকে ১৫-১৮ অক্টোবরের মধ্যে ‘বাড়ি থেকে কাজ’ করার পরামর্শ দিয়েছেন।
বৈঠকে চেন্নাইয়ের কর্পোরেশন কমিশনার নিশ্চিত করেছেন যে, ভারী বৃষ্টিপাতের জন্য শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এনডিআরএফ ও এসডিআরএফ দলগুলোকে স্ট্যান্ডবাইতে রাখার নির্দেশ দিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নৌকা স্থাপনসহ অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দলের সদস্যদের আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। চেন্নাই শহরে ৯৯০টি পাম্প, ৫৭টি ট্রাক্টর এবং ৩৬টি যান্ত্রিক নৌকা প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া স্যানিটেশন উদ্দেশ্যে ৪৬ টন ব্লিচিং পাউডার মজুত করা হয়েছে। ত্রাণ কেন্দ্রগুলো ১৬৯টি সুবিধা, ৫৯টি জেসিবি, ২৭২টি চেইনসো এবং ১৩০টি জল অপসারণ মেশিন নিয়ে প্রস্তুত রয়েছে। এনডিআরএফ দলের সদস্যরা অরোকোনাম থেকে সম্পূর্ণ গিয়ারে সজ্জিত অবস্থায় প্রস্তুত রয়েছে। তাদের মধ্যে স্কুবা ডাইভ কিট, রবার বোট এবং উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। তারা বর্তমানে পুদুপেটের একটি কমিউনিটি হলে অবস্থান করছে এবং জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তারা ২০ মিনিটের মধ্যে যেকোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম।
