আজকাল ওয়েবডেস্ক: ভারতীয়দের জন্য এসবিআই বেশ কয়েকটি স্কিম চালু করেছে। এগুলির মধ্যে বেশ কয়েকটি স্কিম ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। তবে বেশ কয়েকটি স্কিম রয়েছে যেগুলি সম্পর্কে এখনও অনেকে জানেন না। এসবিআই সর্বোত্তম ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ভাল সুদের হার পাওয়া যাবে।
এখানে সাধারণ নাগরিকদের জন্য ৭.৪০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৯০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এখানে যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে ১৫ লাখ টাকার বেশি আপনি টাকা রাখতে পারেন। যদি এখানে ২ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করতে পারেন তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেবে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ।
এখানে ফিক্সড ডিপোজিট করার সময় ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত রয়েছে। এখানে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটও রয়েছে। সেখানে সাধারণ নাগরিকরা ৬.৫০ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। তাহলে আর দেরি না করে অবিলম্বে এখানে বিনিয়োগ করে লাভের টাকা নিজের ঘরে তুলুন।
