আজকাল ওয়েবডেস্ক : সকল ভারতবাসী যে ব্যাঙ্কের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন তার নাম এসবিআই। গোটা দেশের সবথেকে বেশি গ্রাহক এই ব্যাঙ্ক নিজের কাছে ধরে রেখেছে। এবার নতুন ফিক্সড ডিপোজিট নিয়ে এল এসবিআই। এর নাম এসবিআই অমৃত বৃষ্টি।
এখানে রয়েছে অল্প সময়ের জন্য বেশি সুদের হার। সাধারণ নাগরিক পাবেন ৭. ২৫%। প্রবীণ নাগরিক পাবেন ৭. ৭৫% সুদ। এই প্রকল্প রয়েছে ৪৪৪ দিনের জন্য। চলতি বছরের ১৫ জুলাই থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত চলবে এই প্রকল্প।
ভারতের বাসিন্দা হলেই এখানে টাকা রাখা যাবে। এখানে সবথেকে কম টাকা রাখতে পারেন ১ হাজার টাকা। এর কোনও আপার লিমিট নেই।
এখানে যদি প্রবীণ নাগরিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রায় ১৫ হাজার টাকা সুদ পাবেন। সাধারণ নাগরিক পাবেন প্রায় ১৪ হাজার টাকা।
যদি প্রবীণ নাগরিক আড়াই লক্ষ টাকা রাখেন তবে প্রায় ২৫ হাজার টাকা পাবেন। সাধারণ নাগরিক পাবেন ২৩ হাজারের একটু বেশি। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এখানে ফিক্সড ডিপোজিট করে দিন। অল্প সময়ে বাড়বে টাকা।
