আজকাল ওয়েবডেস্ক: আরপিএফের ‘অপারেশন সতর্ক’। এর জেরেই এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ১ কোটি ৮৯ লক্ষ টাকার গয়না।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে। বেশ কিছুদিন ধরেই এই অপারেশন চালিয়ে আসছিল আরপিএফ। রেলকে ব্যবহার করে বহু অপরাধীরাই নানা ধরণের সামগ্রী এক স্থান থেকে অন্যত্র নিয়ে যায়। এই অপরাধকে ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়। যে ব্যক্তির কাছ থেকে এই গয়না উদ্ধার হয়েছে তিনি এর আরপিএফের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করে আরপিএফ।

ধৃতের নাম আর লক্ষণ। সে চেন্নাই থেকে ত্রিচির দিকে যাচ্ছিল। তল্লাশির সময় আরপিএফ তাঁর কাছ থেকে বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার করে। এরপরই এই বিপুল পরিমান গয়না উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার গয়নার ওজন দুই হাজার সাতশো ছিয়ানব্বই গ্রাম। এর বাজারমূল্য ১ কোটি ৮৯ লক্ষ টাকা। গয়না ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে নগদ ১৫ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে।

কী কারণে এই বিপুল সোনা সে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ধৃতকে আয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। উদ্ধার হওয়া সামগ্রীও তুলে দেওয়া হয়েছে আয়কর দপ্তরের হাতে।