আজকাল ওয়েবডেস্কঃ চালকের গাফিলতিতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি পশ্চিম উত্তর প্রদেশের বুলন্দশহরে ঘটে। ছয়জনের এক পরিবার বুদাউন থেকে বিয়ে সেরে দিল্লিতে ফিরছিল। গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণেই বিপত্তি মাঝরাস্তায়৷  ধাক্কা খেয়ে গাড়ি যায় উলটে৷ ঘটনার জেরে পরিবারের পাঁচ সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সাত সকালে ভয়ানক পরিণতি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গাড়িটি আচমকা রাস্তার পাশে কালভার্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে  আগুন ধরে যায়।  চালক ঘুমিয়ে পড়ায় ঘটে এই ঘটনা।
ঘটনাটি বুধবার ভোর ৫.৩০ টার দিকে জানিপুর গ্রামের কাছে ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সূত্রে আরও জানা গিয়েছে, গুলনাজ (২৮) নামের এক আহত ব্যক্তিকে উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। গাড়িতে থাকা বাকি পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের নাম জুবায়ের (২৮), তানভিজ (২৬), মোমিনা (২৪), জয়নুল (২) এবং জেবা ওরফে নিদা (২৩)। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছয়জনই একটি বিয়ের অনুষ্ঠানে বুদাউন জেলায় গিয়েছিলেন। সেখান থেকে দিল্লির মালব্য নগরে ফিরে আসছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে আগুন ধরে যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া জারি আছে।