আজকাল ওয়েবডেস্ক: সমস্ত সরকারি কলেজের মূল গেট এবার থেকে কমলা রঙের করতে হবে। এমনই নির্দেশ জারি করা হল বিজেপি শাসিত রাজস্থানে। সম্প্রতি রাজস্থানের শিক্ষা দপ্তরের তরফে নতুন নির্দেশ জারি করে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ২০টি সরকারি কলেজের মূল গেটে কমলা রং করতে হবে। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব বজায় রাখতেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে রাজস্থানের বিজেপি সরকার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজস্থানের শিক্ষা দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে, সাতদিনের মধ্যে ২০টি সরকারি কলেজের গেট কমলা রঙের করতে হবে। শিক্ষাক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং পড়ুয়াদের ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই কলেজের মূল প্রবেশদ্বার কমলা রঙের করা হবে। এর ফলে পড়ুয়াদের চিন্তাভাবনার মধ্যে ইতিবাচক প্রভাব থাকবে। 

 

ইতিমধ্যেই ২০টি সরকারি কলেজে নয়া নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর। সাতদিনের মধ্যে কমলা রং করে শিক্ষা দপ্তরে ছবি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সরকারের এহেন পদক্ষেপে যারপরনাই ক্ষুব্ধ বিরোধীরা। তুঙ্গে রাজনৈতিক তরজাও। রাজস্থান সরকারের এই পদক্ষেপ রাজ্যে 'গৈরিকীকরণ’-এর চেষ্টা বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। 

 

কংগ্রেসের ছাত্র সংগঠনের এক নেতার অভিযোগ, রাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ নিয়োগ হচ্ছে না। শিক্ষাব্যবস্থার বেহাল দশা। অথচ কলেজগুলিতে হাজারের বেশি পদ ফাঁকা। পড়ুয়াদের বসার ঠিকঠাক ব্যবস্থা নেই। এদিকে বিজেপি সরকার জনগণের টাকায় রাজনীতি করতে ব্যস্ত।