আজকাল ওয়েবডেস্ক : সুলতানপুরে এক মুচির দোকানে থমকে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট বসে কথা বলেন সেই মুচির সঙ্গে। তাঁর দৈনিক জীবনের লড়াইয়ের কাহিনী শোনেন তাঁর মুখে।
এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চমক। সেই মুচির জন্য একটি নতুন সেলাই মেশিন পাঠিয়ে দিলেন রাহুল গান্ধী। এই উপহার পেয়ে রীতিমতো খুশি সেই পরিবার।
উত্তরপ্রদেশ কংগ্রেস তাঁদের এক্স হ্যান্ডেলে লিখলেন, জননেতা রাহুল গান্ধীর আরও একটি পদক্ষেপ। দেশের মানুষের পাশে থেকে তিনি তাঁদের সমস্যা সমাধান করতে সর্বদা তৈরী। সাধারণ মানুষের কথা বোঝেন বলেই তাঁর ওপর ভরসা করেছে ভারতবাসী। যেভাবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে তাতে তাঁকে আগামীদিন আরও বড় দায়িত্ব নিতে হবে।
যে মুচিকে তিনি নতুন মেশিন দিয়েছেন তিনি জানিয়েছেন এই উপহার প্রমাণ করল রাহুল গান্ধী মানুষের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চান। একজন দেশের নেতার এটাই বড় গুণ।
এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চমক। সেই মুচির জন্য একটি নতুন সেলাই মেশিন পাঠিয়ে দিলেন রাহুল গান্ধী। এই উপহার পেয়ে রীতিমতো খুশি সেই পরিবার।
উত্তরপ্রদেশ কংগ্রেস তাঁদের এক্স হ্যান্ডেলে লিখলেন, জননেতা রাহুল গান্ধীর আরও একটি পদক্ষেপ। দেশের মানুষের পাশে থেকে তিনি তাঁদের সমস্যা সমাধান করতে সর্বদা তৈরী। সাধারণ মানুষের কথা বোঝেন বলেই তাঁর ওপর ভরসা করেছে ভারতবাসী। যেভাবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে তাতে তাঁকে আগামীদিন আরও বড় দায়িত্ব নিতে হবে।
যে মুচিকে তিনি নতুন মেশিন দিয়েছেন তিনি জানিয়েছেন এই উপহার প্রমাণ করল রাহুল গান্ধী মানুষের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চান। একজন দেশের নেতার এটাই বড় গুণ।
